Dibyendu Adhikari: ফোনে প্রাণনাশের হুমকি দিব্যেন্দুকে? সাংসদকে বিশেষ পরামর্শ তৃণমূল জেলা সভাপতির

Kanishka Maity | Edited By: Soumya Saha

Feb 18, 2023 | 6:48 PM

TMC-BJP: এবার তমলুকের সাংসদকে বিশেষ পরামর্শ দিলেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি। সাংসদের উদ্দেশে তাঁর পরামর্শ, তাঁর যদি কোনও সমস্যা হয়, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে না জানিয়ে রাজ্য সরকারকে যেন বিষয়টি জানান।

Dibyendu Adhikari: ফোনে প্রাণনাশের হুমকি দিব্যেন্দুকে? সাংসদকে বিশেষ পরামর্শ তৃণমূল জেলা সভাপতির
দিব্যেন্দু অধিকারী

Follow Us

তমলুক: তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে (Dibyendu Adhikari) ফোনে হুমকি দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ তুলেছেন সাংসদ স্বয়ং। সাংসদের সন্দেহ, তিনি কয়লা চুরির ঘটনায় প্রতিবাদ করেছিলেন এবং সেই কারণেই তাঁকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সেই নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে। তবে এবার তমলুকের সাংসদকে বিশেষ পরামর্শ দিলেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি। সাংসদের উদ্দেশে তাঁর পরামর্শ, তাঁর যদি কোনও সমস্যা হয়, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে না জানিয়ে রাজ্য সরকারকে যেন বিষয়টি জানান।

প্রসঙ্গত, ২৪ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের চিরঞ্জীবপুরের কাছে হলদিয়া বন্দরের দিক থেকে আসা কয়লা বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে কয়লা চুরির চেষ্টা করছিল একদল দুষ্কৃতী। সেই বিষয়টি নজরে এসেছিল সেখানে টহলরত সিআইএসএফ জওয়ানদের। তাড়া করে দুইজন দুষ্কৃতীদের ধরে ফেলেছিলেন জওয়ানরা। এরপর তাদের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় রানিচকের কাছে একটি জায়গায় সিআইএসএফের গাড়িকে ঘিরে ফেলে দুষ্কৃতীরা। গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। তাতে আহত হন সিআইএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমানডেন্ট ও তাঁর গাড়ির চালক। সেই ঘটনার প্রতিবাদ করে সরব হয়েছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী।

সাংসদের অভিযোগ, তিনি ওই বিষয়টি নিয়ে সরব হওয়ার পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে তাঁকে ফোন করে গালিগালাজ করা হচ্ছে। এমনকী প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও এই হুমকির পিছনে কারা রয়েছে, সেই বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানাতে পারেননি তিনি। সাংসদ বলেন, ‘আমি বন্দর এলাকায় চুরি ছিনতাই আটকাতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির মধ্যে সমন্বয়ের কথা বলেছিলাম। জানতে পেরেছি হলদিয়ায় আমার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। এসবে আমি ভয় পাই না।’ হলদিয়া বন্দরের সেই পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠানোর ভাবনার কথাও আগে জানিয়েছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী।

এবার তাঁকে পাল্টা দিয়ে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, ‘উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ না জানিয়ে রাজ্য প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারতেন। নির্দিষ্ট নামে অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Next Article