Medinipur: অবশেষে মুখ খুললেন তৃণমূলের বড় নেতা! দুর্নীতির কথা স্বীকার করলেন ‘গোপনে’

Medinipur: বক্তব্য রাখতে গিয়ে উত্তম কিছু শর্ত দেন। বলেন মোবাইলে রেকর্ড করা যাবে না এই শর্তে উত্তমকে বলতে শোনা যায়, "আবাসের তালিকা সমীক্ষা করেছিলেন প্রশাসনের লোকজন। যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের ৪০ শতাংশের দোতলা পাকা বাড়ি রয়েছে। অথচ গরিবরা বাড়ি পাননি, এরকম অনেকে রয়েছেন।"

Medinipur: অবশেষে মুখ খুললেন তৃণমূলের বড় নেতা! দুর্নীতির কথা স্বীকার করলেন গোপনে
উত্তম বারিকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 04, 2025 | 6:59 PM

মেদিনীপুর: কর্মসূচি ছিল ভুয়ো ভোটার খোঁজার। কিন্তু তৃণমূলের ওই বৈঠকে উঠে এল আবাস প্রকল্পে দুর্নীতির প্রসঙ্গ। জেলায় এই প্রকল্পে যে বেনিয়ম হয়েছে, সে কথা কার্যত মেনে নিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। আর সেই অনিয়মের সমস্ত দোষ চাপালেন প্রশাসনের আধিকারিকদের উপরে।

বক্তব্য রাখতে গিয়ে উত্তম কিছু শর্ত দেন। বলেন মোবাইলে রেকর্ড করা যাবে না এই শর্তে উত্তমকে বলতে শোনা যায়, “আবাসের তালিকা সমীক্ষা করেছিলেন প্রশাসনের লোকজন। যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের ৪০ শতাংশের দোতলা পাকা বাড়ি রয়েছে। অথচ গরিবরা বাড়ি পাননি, এরকম অনেকে রয়েছেন। যদি জন প্রতিনিধিরা সমীক্ষা করতেন, তাহলে তাঁদের দিকে অভিযোগের তির উঠত। লোকে বলত তৃণমূলের নেতারা টাকা চুরি করেছেন। প্রশাসনের ভুলে ক্ষতি হচ্ছে তৃণমূলের। উত্তম বলেন, “জেলা পরিষদের সদস্যদের বলেছি, আবাসের সমীক্ষার তালিকা নিয়ে আসবেন। পরবর্তী জেলা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে।”

বিজেপি রাজ্য কমিটির সদস্য অসীম মিশ্র বলেন,ওদের নেতারা এত বেশি চুরি করেছেন যে। তাদের প্রতি বিশ্বাস হারিয়ে প্রশাসনিক আধিকারিকদের উপর গুরুত্ব দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।আমরা এতদিন যা বলেছি আজ নিজেরা স্বীকার করেছে। ”