Didir Suraksha Kawach: ‘রাস্তা তো আর একদিনে হবে না!’ গ্রামবাসীদের প্রশ্নের মুখে চটলেন বিধায়কও

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 25, 2023 | 7:17 AM

Didir Suraksha Kawach: বিধায়ক তরুণ মাইতির দাবি, দেড় বছর হল তিনি বিধায়ক হয়েছেন, অথচ দেড় বছরের মধ্যে কেউ একবারও বলেনি রাস্তাটা করে দিতে হবে।

Didir Suraksha Kawach: রাস্তা তো আর একদিনে হবে না! গ্রামবাসীদের প্রশ্নের মুখে চটলেন বিধায়কও
বিক্ষোভের মুখে বিধায়ক

Follow Us

পূর্ব মেদিনীপুর : দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ফের একবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল এগরার বিধায়ক। গ্রামবাসীদের প্রশ্ন রাস্তাঘাট কেন হয়নি? পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তরুণ মাইতিকে ঘিরে ধরে শুক্রবার বিক্ষোভ দেখান আলিপুর গ্রামের বাসিন্দারা। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ও রাস্তা ঘাট না পাওয়ার অভিযোগে ক্ষোভ উগরে দেন তাঁরা। আর তাতে তৃণমূল বিধায়কও কার্যত চটে যান।

বিধায়ক তরুণ মাইতির দাবি, দেড় বছর হল তিনি বিধায়ক হয়েছেন, অথচ দেড় বছরের মধ্যে কেউ একবারও বলেনি রাস্তাটা করে দিতে হবে। তিনি বলেন, বললে তো একদিনে রাস্তা করে দেওয়া যাবে না। রাস্তা করতে একটু সময় দিতে হবে। তবে এদিন স্থানীয় মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা মাইতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীপতি প্রধান ও আলিপুরের পঞ্চায়েত সদস্য নিতাই সাউকে ডেকে গ্রামবাসীদের সামনেই ধমক দেন বিধায়ক। সেই সঙ্গে তিনি পরামর্শ দেন যাতে আপাতত মোরাম দিয়ে ভোটের আগে রাস্তা ঘাট ঠিক করা হয়।

তবে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ‘এগরা ২ ব্লক বিজেপির যুবমোর্চার সভাপতি অমলেশ পাহাড়ি বলেন, ১১ বছরে তৃণমূল রাজ্যে কী উন্নয়ন করেছে, মানুষ সেটা বুঝে গিয়েছে। এখন পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে ধাক্কা খেয়েছে মানুষের কাছে। কোনও উন্নয়ন তো ঘটেনি। বিধায়ককে জুতো, ঝাঁটা মারা হয়নি, তাঁর কপাল ভাল।’

Next Article