Contai Politics: কাঁথির বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামবেন দুই তৃণমূল সাংসদ

Kanishka Maity | Edited By: অংশুমান গোস্বামী

Mar 02, 2024 | 11:16 PM

খাতায় কলমে শিশির অধিকারী এখনও কাঁথির তৃণমূল সাংসদ। দিব্যেন্দু অধিকারী তমলুকের তৃণমূল সাংসদ। কিন্তু সাংসদ থাকলেও দলের সঙ্গে তাঁদের দূরত্ব কয়েক যোজন। শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই এই রাজনৈতিক পরিবর্তন এসেছে অধিকারী পরিবারে। যদিও সৌমেন্দু প্রার্থী হওয়ায় নিজেদের খুশি গোপন করেননি তৃণমূল সাংসদ শিশির এবং দিব্যেন্দু অধিকারী।

Contai Politics: কাঁথির বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামবেন দুই তৃণমূল সাংসদ
প্রার্থী হয়েই ভোট প্রচারে সৌমেন্দু
Image Credit source: TV9 Bangla

Follow Us

কাঁথি: কাঁথি লোকসভা কেন্দ্র থেকে সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। লোকসভার প্রার্থী হয়েই উচ্ছ্বসিত শিশির অধিকারীর ছোট ছেলে সৌমেন্দু। যে আসন থেকে তাঁর বাবা তিন বার সাংসদ হয়েছেন, সেখানেই এ বার তাঁকে প্রার্থী করেছে বিজেপি। যদিও তাঁর বাবা-দাদা সাংসদ হয়েছিলেন তৃণমূলের টিকিটে জিতে। খাতায় কলমে শিশির অধিকারী এখনও কাঁথির তৃণমূল সাংসদ। দিব্যেন্দু অধিকারী তমলুকের তৃণমূল সাংসদ। কিন্তু সাংসদ থাকলেও দলের সঙ্গে তাঁদের দূরত্ব কয়েক যোজন। শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই এই রাজনৈতিক পরিবর্তন এসেছে অধিকারী পরিবারে। যদিও সৌমেন্দু প্রার্থী হওয়ায় নিজেদের খুশি গোপন করেননি তৃণমূল সাংসদ শিশির এবং দিব্যেন্দু অধিকারী।

ছেলে সৌমেন্দুর প্রার্থী হওয়ায় খুশি শিশির অধিকারী। তিনি যে আসন থেকে তিন বার সাংসদ হয়েছেন, সেখানেই এ বছর প্রতিদ্বন্দ্বিতা করবেন সৌমেন্দু। এ বিষয়ে শিশির অধিকারী বলেছেন, ”যা হওয়ার তাই হয়েছে। ঠিক লাইনে যাচ্ছে। প্রশাসন বোঝে ও। সংসদ সম্পর্কে ভাল ধারণা রয়েছে। সৌমেন্দু খুব পরিশ্রমী, বুদ্ধিমান ছেলে। কথা দিয়ে কথা রাখে। আমি সব সময় পাশে রয়েছি। ওরা চাইলেই আমি প্রচারে যাব। মিথ্যা মামলা দিয়ে ওর উপর মানসিক অত্যাচার করেছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরে সুর মিলিয়ে বিজেপি রাজ্যে ৪২টি আসন জিতবে বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ শিশির।

ভাই সৌমেন্দুর হয়েও প্রচার করার কথা জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি বলেছেন, “খুব খুশি হয়েছি আমি। গত দুবছর মিথ্যা মামলা দিয়ে তাঁর উপর অত্যাচার করা হয়েছে। বিজেপি প্রার্থী করেছে। শিশিরবাবুর আসনে প্রার্থী করেছে। মানুষের কাছে আবেদন করব। ভাইয়ের জন্য মানুষের কাছে প্রচার করব।”

Next Article