
নন্দীগ্রাম: সুফিয়ান কোর কমিটিতে, বাদ পড়লো জমি আন্দোলনের নেতা আবু তাহের! নন্দীগ্রাম পুনরুদ্ধারে তৃণমূলের কৌশল, প্রবীণ-নবীনদের নিয়ে ব্লক কোর কমিটি ঘোষণা। আর তার পরই শুরু অসন্তোষ শুভেন্দুর বিধানসভা এলকায়। এই তালিকা দল থেকেই ঠিক করা পাল্টা জেলা সভাপতি।
সামনেই বাংলা দখলের লড়াই। তার আগেই নন্দীগ্রামের হারানো জমি পুনরুদ্ধারে নতুন কৌশল গ্রহণ করল তৃণমূল। কোর কমিটি গঠন করে একদিকে যেমন প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের আনা হয়েছে, তেমনই নতুন মুখদেরও গুরুত্বপূর্ণ পদ দিয়ে মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই লক্ষ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশ মতো বুধবার দলের রণকৌশল নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নন্দীগ্রামের দু’টি ব্লকেই ব্লক কোর কমিটি গঠন করা হয়েছে।এছাড়া অন্যান শাখা সংগঠনগুলির পদাধিকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নন্দীগ্রাম ১ ব্লকের কোর কমিটির সদস্য হিসেবে রয়েছে অজয় কুমার মণ্ডল, বাপ্পাদিত্য গর্গ, শেখ আব্দুল আলিম আলরাজি, শেখ সাহাউদ্দিন, শেখ সামসুল ইসলাম এবং শেখ সুফিয়ানের নাম। ব্লক যুব তৃণমূলের সভাপতি হয়েছেন কমল জানা এবং সহ সভাপতি যুধিষ্ঠির দাস। মহিলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পেয়েছেন রেবা মালতি সামু, সহ সভাপতি হয়েছে রাবেয়া খাতুন এবং সোভনা মহাপাত্র। সুনীল বরণ জানাকে আহ্বায়ক করা হয়েছে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের কোর কমিটির। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন মনোজ কুমার সামন্ত, মহাদেব বাগ, রবিন জানা এবং শেখ কাজেহার।
এই ব্লকে যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পেয়েছেন রবিন জানা, সহ-সভাপতি শেখ গোলাম মৈমুরউদ্দিন এবং সাধারণ সম্পাদক অষ্টমী গিরি। ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন পুষ্পিতা গিরি। দুই ব্লক জুড়েই আইএনটিটিইউসি, এসসি সেল, মাইনোরিটি সেল, কিষাণ খেত মজদুর সেল এবং প্রাথমিক শিক্ষক সমিতির মতো দলের অন্যান্য শাখা কমিটিগুলির নতুন পদাধিকারীদের নামও ঘোষণা করা হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, এই কমিটি গঠনের মূল লক্ষ্য হল প্রবীণ ও নবীন সবাইকে নিয়ে মাঠে নামা। অর্থাৎ, অভিজ্ঞ নেতৃত্বের পরামর্শে নতুন প্রজন্মের কর্মীদের মাধ্যমে বুথ স্তরে সংগঠনের রাশ শক্ত করাই হল মূল উদ্দেশ্য। এই কোর কমিটি গঠন এবং নতুন কর্মীদের দায়িত্ব দেওয়ার বিষয়টি তৃণমূলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন দেখার বিষয়, এই নতুন সাংগঠনিক কাঠামো দিয়ে শাসকদল শেষ পর্যন্ত নন্দীগ্রামের হারানো আস্থা কতটা পুনরুদ্ধার করতে পারে।
এদিকে, তৃণমূলের এই কৌশলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দাবি, কোর কমিটি ঘোষণার মাধ্যমে আসলে সাংগঠনিক দীনতা প্রকাশ পেয়েছে তৃণমূলের। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সদস্য সুদীপ বলেন, ‘এই কৌশলে আর যাই হোক নন্দীগ্রামের মাটিতে তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে না।’ অপরদিকে কমিটি প্রকাশের পর ক্ষোভ উগরে দিয়েছেন জমি আন্দোলনের নেতা আবু তাহের, শেখ মনসুর আলি, হরেকৃষ্ণ মণ্ডল, মোসমত ফিরদৌসী বেগম, সুদর্শন মন্ডল সহ অনেকেই।