তমলুক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে শুভেন্দু অধিকারীর জেলায় সবুজ ঝড়। তমলুক লোকসভা এলাকায় একটি সমবায় নির্বাচনে শাসকদলের জয়জয়কার। বেশ বড় ব্যবধানেই বিজেপি-কে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তৃণমূলকে নিয়ে বিজেপি যখন ‘চোর চোর’ বলে প্রচার চালাচ্ছে। সেই সময়ে দাঁড়িয়ে এই জয় নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ধলহরা খন্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। সেই নির্বাচনে বিরোধীদের পিছনে ফেলে জয়ের সবুজ আবিরে ভরিয়ে দিলো শাসকদল তৃণমূল। সমবায়ে রয়েছে মোট ৪৬ আসন। যার মধ্যে তৃণমূল ৩৬টি আসনে জিতেছে এবং বিজেপি পেয়েছে মাত্র ১০টি আসন। গত কয়েক বছর থেকেই এই সমবায় তৃণমূলের দখলে। তবে এই প্রথম বিজেপি লড়াই করেছিল এই সমবায় সমিতিতে। শাসকদল তৃণমূলের জয়ের পর সবুজ আবির উড়িয়ে কর্মীরা মেতে ওঠেন জয়ের উল্লাসে।
তবে এই জয়কে কটাক্ষ করেছে বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামদেব গুছাইত বলেছেন, “সাধারণ নির্বাচন এবং সমবায় নির্বাচন সম্পূর্ণ আলাদা। আগে ওরা জোর করে দখল করত। এ বছর আমরা তা করতে দিইনি। আমরা প্রথমবার লড়াই করে অনেক মানুষের সমর্থন পেয়েছি।”