TMC Win: জোট পেল শূন্য, হলদিয়ায় সব আসন জিতে নিল তৃণমূল

TMC Win:শনিবার সুতাহাটা ব্লকের অন্তর্গত চৈতন্যপুর অঞ্চলের 'বরদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড'-এর পরিচালন সমিতির নির্বাচনের পরিচালন সমিতির নির্বাচনে ১২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সব ক'টি আসনেই বিপুল জয় পেয়েছে।

TMC Win: জোট পেল শূন্য, হলদিয়ায় সব আসন জিতে নিল তৃণমূল
তৃণমূল জিতে গেলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 03, 2025 | 9:52 PM

হলদিয়া: আবারও বড় জয় তৃণমূলের। বিরোধী জোটকে একেবারে পর্যুদস্ত করল। আর তারপরই উল্লাস শাসক শিবিরের অন্দরে। জানা গিয়েছে,হলদিয়া শিল্পতালুকে এই জয় পেয়েছে ঘাসফুল শিবির।

শনিবার সুতাহাটা ব্লকের অন্তর্গত চৈতন্যপুর অঞ্চলের ‘বরদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড’-এর পরিচালন সমিতির নির্বাচনের পরিচালন সমিতির নির্বাচনে ১২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সব ক’টি আসনেই বিপুল জয় পেয়েছে। এই সমিতির ১২টি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থী ছিলেন ১২জন। বিজেপি
সমর্থিত প্রার্থীরা ছিলেন ১১জন। আর বাম শিবিরের প্রার্থী ছিলেন ৩ জন। মোট- ২৬ জন প্রার্থী লড়াই নেমেছিলেন ১২টি আসনের জন্য। এই সমিতির মোট ভোটারের সংখ্যা হলো ৪৭৮।

বস্তুত,  এই সমবায়ের বোর্ড আগেও তৃণমূলের অনুগামীদের দখলে ছিল। তবে শনিবার এই জয় আবারো বাড়তি উৎসাহ দিল তৃণমূল অনুগামীদের হলদিয়া শিল্পতালুকে বলেই মনে করছে রাজনৈতিক মহল। জয়ী তৃণমূল প্রার্থী বলেন, “এই বিধানসভা এলাকায় এটা বিপ্লবী গ্রাম। এখানে সিপিএম ক্ষমতায় আসার পর অত্যাচার হয়েছে। কংগ্রেসও অত্যাচার করেছে। এটা দীর্ঘ ৩৫ বছর আগের অফিস। এখানে তৃণমূল ১২টি আসনের ১২টিতেই জিতেছে। আমরা উন্নয়ন করব।”