TMC Won: লোকসভা-বিধানসভা বিজেপির, সেখানেই বড় জয় পেল তৃণমূল

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Aug 11, 2024 | 11:59 PM

Purba Medinipur: অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তপনকুমার মান্নার কথায়, "ওরা ৪০০ বলে ২৫০টাও পায়নি লোকসভা ভোটে। তমলুক, কাঁথি হারলেও ঐক্য়বদ্ধভাবে আমরা লড়েছি। কোথাও ভুল থাকলে তা সংশোধন করেই আমরা এগিয়ে চলেছি। বিজেপি, সিপিএম এখানে অনৈতিক জোট করেছিল। এটা মানুষ প্রত্যাখ্যান করে দিল এখানে সমবায়ের ভোটে। আমরাই জিতলাম।"

TMC Won: লোকসভা-বিধানসভা বিজেপির, সেখানেই বড় জয় পেল তৃণমূল
জয়ী তৃণমূল প্রার্থী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: আরও একটি সমবায় দখলে রাখল তৃণমূল। বিজেপি জেলা সভাপতি ও হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের এলাকায় গঙ্গেশ্বর সমবায় সমিতিতে তৃণমূলের জয় জয়কার। শিল্পতালুকে ‘রাম-বাম’ জোট করে ভরাডুবি বিরোধীদের, বলছে শাসকদল। বড়বাড়ি গঙ্গেশ্বর সমবায় সমিতি লিমিটেড নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়।

এই সমবায়ে মোট ১৫টি আসন। ১৫টিতেই তৃণমূল কংগ্রেস জিতেছে। লোকসভা নির্বাচনে দেভোগ গ্রামপঞ্চায়েতের ১৫টি বুথের দু’টি বুথে এগিয়ে ছিল তৃণমূল। বাকি সমস্ত বুথে বিজেপি জিতেছিল। লোকসভা নির্বাচনের পর প্রথম হলদিয়া নির্বাচনে ঘুরে দাঁড়ানো তৃণমূল কংগ্রেসের। ১৫টি আসনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

জয়ী তৃণমূল প্রার্থী সত্যেন তুঙ্গ বলেন, “সমবায়ে মোট ৩১ জন প্রার্থী ছিলেন। ৫১৯ জন ভোট দিয়েছেন। রামধনু রং নিয়ে বিজেপি, সিপিএম একজোট হয়ে আমাদের তৃণমূলকে হারাতে চেয়েছিল। ওরা প্যানেল সেট করেছিল। কিন্তু মানুষ ওদের দিকে ফিরেও দেখেনি। সিপিআই সিপিএমের ৫ জন, ১১ জন বিজেপির। লোকসভা ভোটে হয়ত মানুষ একটু ভুল বুঝেছিলেন, তবে এখন বুঝিয়ে দিলেন সকলে আমাদের পাশে।”

অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তপনকুমার মান্নার কথায়, “ওরা ৪০০ বলে ২৫০টাও পায়নি লোকসভা ভোটে। তমলুক, কাঁথি হারলেও ঐক্য়বদ্ধভাবে আমরা লড়েছি। কোথাও ভুল থাকলে তা সংশোধন করেই আমরা এগিয়ে চলেছি। বিজেপি, সিপিএম এখানে অনৈতিক জোট করেছিল। এটা মানুষ প্রত্যাখ্যান করে দিল এখানে সমবায়ের ভোটে। আমরাই জিতলাম।”

যদিও বিজেপির দাবি, এর আগে ১৫ বছর ভোট হয়নি সমবায়ে। তাই এখানে সমর্থক না থাকারই কথা। তৃণমূলের প্যানেল ভোটের আগে থেকেই ভারী ছিল। এই সমবায়ে ৬২৩ জন ভোটার ছিলেন। ৫১৮ জন ভোট দিয়েছেন।

Next Article