Egra: বাম-বিজেপিকে হারিয়ে এগরায় ঘাসফুলের জয়জয়কার

TMC: রবিবার ৮ আসনের কৌড়দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল। মনোনয়ন পর্বে ২ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান তৃণমূলের দুই মহিলা প্রার্থী। বাকি ৬ আসনের জন্য ভোট হয় এদিন। ২টি আসনে প্রার্থী দেয় সিপিএম। ৫টিতে প্রার্থী দেয় বিজেপি।

Egra: বাম-বিজেপিকে হারিয়ে এগরায় ঘাসফুলের জয়জয়কার
জয়ী প্রার্থীরা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 9:32 PM

পূর্ব মেদিনীপুর: লোকসভা ভোট দোরগোড়ায়। তার আগে জেলায় জেলায় সমবায় সমিতির ভোটের ফল থেকেও শিক্ষনীয় আছে বলেই মত রাজনৈতিক মহলের। পূর্ব মেদিনীপুরের এগরায় কৌড়দা সমবায়। সেখানে বাম-বিজেপিকে পরাস্ত করে বিপুল জয় পেল রাজ্যের শাসকদল তৃণমূল। যদিও সমিতি দখলে রাজনীতি হয়েছে বলে অভিযোগ বিজেপির। রবিবার এগরা-১ ব্লকের কৌড়দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির সব আসনে জয় পান তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

রবিবার ৮ আসনের কৌড়দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল। মনোনয়ন পর্বে ২ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান তৃণমূলের দুই মহিলা প্রার্থী। বাকি ৬ আসনের জন্য ভোট হয় এদিন। ২টি আসনে প্রার্থী দেয় সিপিএম। ৫টিতে প্রার্থী দেয় বিজেপি।

এই ফলাফল নিয়ে বিজেপি নেতা অসীম মিশ্র বলেন, “সদ্য তিন রাজ্যে হেরেও ওদের শিক্ষা হয়নি। আর এখানে আমরা সবাই লড়াই করেছিলাম। একটা ছোট্ট সমবায়। কিন্তু তৃণমূল রাজনীতি করে সমবায়ের শেয়ার হোল্ডার নিজেদের পরিবারের লোকদের করে আসনগুলি দখলে নেয়। আগামিদিনে মানুষ এর জবাব দেবে।” অন্যদিকে এগরার তৃণমূল বিধায়ক ও তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান তরুণ মাইতি বলেন, মানুষের আস্থা সবসময়ই তৃণমূলে। এই জয় সেটাই প্রমাণ করল। রাজনীতিতে মানুষের রায়ই সবথেকে বড় কথা।