AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Won: বাম-বিজেপিকে কোণঠাসা করে তৃণমূলের জয়জয়কার পাঁশকুড়ায়

Purba Medinipur: পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, “৬১২ জন ভোটারকে ধন্যবাদ জানাই। একদিকে সিপিএম-বিজেপি জোট করে ১২টা আসনে লড়াই করছিল। অন্যদিকে তৃণমূলের প্রার্থীরা একা ১২ জন লড়াই করছিল। আমরাই বোর্ড গড়ছি আবারও। সিপিএম-বিজেপি জোট ৫টা পেয়েছে।”

TMC Won: বাম-বিজেপিকে কোণঠাসা করে তৃণমূলের জয়জয়কার পাঁশকুড়ায়
তৃণমূল শিবিরে জয়ের আনন্দ। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 9:52 PM
Share

পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়ার পুলশিটা পল্লীশ্রী কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় তৃণমূলের। সোমবার এই নির্বাচন ছিল। মোট ১২টি আসনে ভোট হয়। তৃণমূল সমর্থিতরা সবক’টিতেই প্রার্থী দেয়। সিপিএম দেয় ৮টিতে, বিজেপিও ৮টিতে প্রার্থী দেয়। কড়া নিরাপত্তায় সকাল থেকে ভোটগ্রহণ হয়। বিকালে ফল প্রকাশের পর দেখা যায় তৃণমূলের দখলে ৭টি আসন, বিজেপির দখলে ৫টি আসন, সিপিএম জিতেছে ২টিতে। তৃণমূলের দাবি, বাম-বিজেপি জোট করেও কিছু করতে পারেনি। তৃণমূলের পাশে ছিল সাধারণ মানুষ।

পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, “৬১২ জন ভোটারকে ধন্যবাদ জানাই। একদিকে সিপিএম-বিজেপি জোট করে ১২টা আসনে লড়াই করছিল। অন্যদিকে তৃণমূলের প্রার্থীরা একা ১২ জন লড়াই করছিল। আমরাই বোর্ড গড়ছি আবারও। সিপিএম-বিজেপি জোট ৫টা পেয়েছে।”

যদিও রাম-বাম জোটের কথা মানতে নারাজ বিজেপি এবং সিপিএম। বিজেপির জেলা পরিষদ সদস্য আলোককুমার দোলুই বলেন, “আমরা ৫টা আসন পেয়েছি। তৃণমূল ৭টা পেয়েছে। তবে গতবার ওরা আমাদের মনোনয়নই জমা দিতে দেয়নি। সমবায় সমিতি সদস্য করার ক্ষেত্রে দ্বিচারিতা করেছে। জায়গা জমির কথা বলেছিল। পরে দেখলাম এমন অনেক গ্রামে বহু সদস্য আছেন যাদের কোনও জায়গা জমি নেই। নিয়ম না মেনেই ২৫-৩০ সদস্য নিয়েছে। এত চক্রান্তের পরও আমরা ৫টা পেয়েছি তাতে খুশি। রাম-বাম জোট আবার কী? এখানে তো প্রতীক দিয়ে ভোট হয় না।”

অন্যদিকে পাঁশকুড়া এরিয়া কমিটির সম্পাদক নিতাই পাণিগ্রাহী বলেন, “১২টা আসনের ৩টে সংরক্ষিত ছিল। আমরা ৮ জন প্রার্থী দিই। ২ জন জিতেছেন। এসব রাম-বাম জোট বলে বামেদের খাটো করার চেষ্টা করা হচ্ছে। আমাদের তো রাজনৈতিক আদর্শগত ফারাক আছে। তেলে জলে যেমন মেশে না, আমাদেরও বিজেপির রাজনীতির সঙ্গে মেলে না। নিজেদের শক্তিতেই যেখানে যা পেয়েছে জিতেছি।”