TMCP-ABVP: প্রাক্তন প্রেমিকা নাকি টিএমসিপি-র ছেলেদের সঙ্গে কথা বলছিল, রাগে কলেজের মধ্যেই যা করলেন ABVP নেতা

TMCP-ABVP: নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রিয়ব্রত বেরা। নন্দীগ্রাম কলেজের নিগৃহীত ছাত্রীর বাড়ি মির্জাচকে। প্রিয়ব্রত ও ওই ছাত্রী দুজনেই নন্দীগ্রাম সীতার আনন্দ কলেজে ষষ্ঠ সেমিস্টারের পড়াশোনা করে।

TMCP-ABVP: প্রাক্তন প্রেমিকা নাকি টিএমসিপি-র ছেলেদের সঙ্গে কথা বলছিল, রাগে কলেজের মধ্যেই যা করলেন ABVP নেতা
অভিযুক্ত ABVP নেতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 11, 2025 | 9:51 PM

পূর্ব মেদিনীপুর: প্রাক্তন প্রেমিকা নাকি তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের সঙ্গে কথা বলছিল! রাগে প্রাক্তন প্রেমিকাকেই বেধড়ক মারধরের অভিযোগ এবিভিপি নেতার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের বাজকুল কলেজে। শোরগোল এলাকায়। এই ঘটনায় সরব তৃণমূল নেতা কুণাল ঘোষ।

জানা গিয়েছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রিয়ব্রত বেরা। নন্দীগ্রাম কলেজের নিগৃহীত ছাত্রীর বাড়ি মির্জাচকে। প্রিয়ব্রত ও ওই ছাত্রী দুজনেই নন্দীগ্রাম সীতার আনন্দ কলেজে ষষ্ঠ সেমিস্টারের পড়াশোনা করে। কলেজের ছাত্র-ছাত্রী সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাজকুল কলেজে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা পড়েছিল। ওই ছাত্রী এবং প্রিয়ব্রত দুজনেই আলাদা আলাদা ভাবে পরীক্ষা দিতে গিয়েছিল।

কলেজ ক্যাম্পাসে বেশ কয়েকজন সহপাঠীর সঙ্গে ওই ছাত্রীর কথা বলছিলেন, অভিযোগ, ঠিক সেই সময়ই অতর্কিতে তাঁর ওপর আক্রমণ করেন প্রিয়ব্রত।
উপস্থিত ছাত্র-ছাত্রী সূত্রে জানা গিয়েছে, প্রিয়ব্রত হঠাৎই এসে টিএমসিপি-এর ছেলেদের সঙ্গে কথা বলছিলেন কেন, সেটা জানতে চেয়ে ছাত্রীকে মারধর করেন।
এই ঘটনার চাঞ্চল্য ছড়ায় কলেজে।

পরবর্তীকালে ওই ছাত্রীর পরিবারের লোকজন বাজকুল কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ জানায়। নন্দীগ্রাম কলেজের আক্রান্ত ছাত্রী জানিয়েছেন, প্রিয়ব্রতর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, কিন্তু ২ বছরের মাথায় সেই সম্পর্কে ছেদ পড়ে। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে প্রিয়ব্রত নাকি তাঁকে নানা ভাবে রাস্তাঘাটে হেনস্থা করতেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা কুনাল ঘোষ।  তিনি বলেন, “কলেজের মধ্যে এই ধরনের ঘটনা কখনই মেনে নেওয়া যায় না। এটা কোনও ধরনের মানসিকতা!” যদিও আক্রান্ত ছাত্রী প্রতিক্রিয়া দিলেও অভিযুক্ত এ বিভিপি নেতা কোনো প্রতিক্রিয়া দেননি।