নন্দীগ্রাম: দুই দল ছাত্রের মধ্যে প্রবল বচসা আর হাতাহাতি। ছবি দেখে বোঝার উপায় নেই এটা কলেজের অধ্যক্ষের ঘর। নন্দীগ্রাম কলেজের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, প্রেমঘটিত সমস্যা নিয়েই ঝামেলা গড়ায় অনেক দূর। শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোথা থেকে ঘটনার সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।
অভিযোগ, কলেজের এক ছাত্রীর প্রেমঘটিত সমস্যার জেরে বহিরাগত এক ছাত্র কলেজে ঢুকে এবিভিপি-র সদস্য এক ছাত্রকে মারধর করে। অভিযোগ বহিরাগত ওই ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। সেই নিয়েই টিএমসিপি-র সঙ্গে এবিভিপি-র সংঘর্ষ শুরু হয়। দু পক্ষই অধ্যক্ষের ঘরে যান অভিযোগ জানাতে। সেখানে গিয়েও হাতাহাতি শুরু হয়ে যায়।
নন্দীগ্রাম কলেজের প্রিন্সিপালের রুমেই হাতাহাতির সেই ছবি ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যক্ষ সামু মৌলী বিষয়টি ক্ষতিয়ে দেখছেন। দুই ছাত্র সংগঠন একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ তুলতে শুরু করেন। তবে কলেজের অধ্যক্ষ এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন নন্দীগ্রাম কলেজের অধ্যক্ষ। প্রশ্ন উঠেছে, বহিরাগতরা কীভাবে কলেজে ঢুকে ছাত্রের গায়ে হাত তুলল!