Digha: সপ্তাহ দু’য়েকের মধ্যে দিঘা যাচ্ছেন? মাইকিং করে বড় খবর দিল জেলা প্রশাসন, এই খবর না জানলে চাপে পড়তে পারেন

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Mar 24, 2025 | 8:10 PM

Digha: মন্দিরের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ইতিমধ্যেই ট্রাস্টের সঙ্গে বৈঠকও করে ফেলেন মমতা। সূত্রের খবর, মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল তিনদিনের মহোৎসবের আয়োজন করা হয়েছে সৈকত নগরীতে।

Digha: সপ্তাহ দু’য়েকের মধ্যে দিঘা যাচ্ছেন? মাইকিং করে বড় খবর দিল জেলা প্রশাসন, এই খবর না জানলে চাপে পড়তে পারেন
চলছে মাইকিং
Image Credit source: TV 9 Bangla

Follow Us

দিঘা: এপ্রিলের শেষের দিকে উদ্বোধনের কথা রয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের। জোরকগমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার একটি বড় গেট তৈরির উদ্যোগ নিল জেলা প্রশাসন। সে কারণেই দিঘার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে রাশ টানা হচ্ছে প্রশাসনের তরফে। তাতেই আগামী ২০ দিনের জন্য সমস্যায় পড়তে পারেন দিঘায় আসা পর্যটকেরা। সমস্যা যে হতে পারে তা আগাম জানিয়ে এদিন মাইকিংও করা হল প্রশাসনের তরফে। 

আগামী ২০ দিনের জন্য পুরোনো দিঘা থেকে নিউ দিঘা যাওয়ার ক্ষেত্রে ব্যাবহার করতে হবে বাইপাস। কারণ দিঘা স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে ‘জগন্নাথ ধাম’। আর তার সামনেই রাস্তার উপর তৈরি হচ্ছে সুবিশাল ‘চৈতন্য দ্বার’। কাজ চলবে প্রায় দু’সপ্তাহের বেশি সময় ধরে। সে কারণেই যান চলাচলে রাশ টানা হচ্ছে। দিঘায় আগত পর্যটকদের এই সময়কালে দিঘা বাইপাস হয়ে পুরোনো দিঘা থেকে নিউ দিঘা যেতে হবে। নিউ দিঘা স্টেশন থেকে বাইপাস হয়ে ওল্ড দিঘা আসতে হবে। এদিন সে কথাই গোটা দিঘায় মাইকিং করে প্রচার করা হল জেলা প্রশাসনের তরফে। 

মন্দিরের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ইতিমধ্যেই ট্রাস্টের সঙ্গে বৈঠকও করে ফেলেন মমতা। সূত্রের খবর, মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল তিনদিনের মহোৎসবের আয়োজন করা হয়েছে সৈকত নগরীতে। এমনকী সেই উৎসব গোটা রাজ্যে সম্প্রচার করা হবে। ঠিক হয়েছে এমনটাও।