TMC: ডাইনোসরও ফিরতে পারে, সিপিএম নয়; কটাক্ষ পরিবহণমন্ত্রীর

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Dec 09, 2023 | 8:43 PM

Khejuri: গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে খেজুরির কামাদায় বিজেপির সভা হয়েছিল। তার পাল্টা সভা হিসাবে এদিন তৃণমূলের সভা হয়। তৃণমূলের দাবি, সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন শম্ভুদাস অধিকারী। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, "বিজেপি তিনটে অঞ্চল পেয়েছে। এরপর যা অন্য়ায় অত্যাচার তোলাবাজি করছে, এই অন্যায়ের প্রতিবাদেই তৃণমূলে যোগ দিলাম।"

TMC: ডাইনোসরও ফিরতে পারে, সিপিএম নয়; কটাক্ষ পরিবহণমন্ত্রীর
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: সিপিএম ও বিজেপিকে একযোগে খোঁচা রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। বিলুপ্তপ্রায় ডাইনোসরও ফিরে আসতে পারে, তবে সিপিএম কোনওদিনই ক্ষমতায় ফিরবে না বলে এদিন খেজুরিতে বলেন স্নেহাশিস চক্রবর্তী। সম্প্রতি আদালতের থেকে অনুমতি এনে খেজুরিতে সভা করতে হয়েছিল বিজেপিকে। আর সেখানে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তৃণমূলের দাবি, শুভেন্দুর সভাও বিজেপিতে ভাঙন রুখতে পারেনি। শনিবার কামারদায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বেশ কিছু বিজেপি কর্মী বলে দাবি শাসকদলের। যদিও বিজেপির দাবি, এটা মিথ্যা রটনা।

এদিন খেজুরির সভা থেকে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “কমিউনিস্টরা যেখান থেকে চলে যায় আর ফিরে আসে না। তাই ওরা খোলস বদলায়। সিপিএমের লোকেরা এখন ঢুকে গিয়েছে বিজেপিতে। সেখানে গিয়েও অশান্তি করছে। কাউকে হুমকি দিচ্ছে, কাউকে মারার চক্রান্ত করছে। শুভেন্দু অধিকারীরা এর নেতৃত্ব দিচ্ছে।”

গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে খেজুরির কামাদায় বিজেপির সভা হয়েছিল। তার পাল্টা সভা হিসাবে এদিন তৃণমূলের সভা হয়। তৃণমূলের দাবি, সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন শম্ভুদাস অধিকারী। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, “বিজেপি তিনটে অঞ্চল পেয়েছে। এরপর যা অন্য়ায় অত্যাচার তোলাবাজি করছে, এই অন্যায়ের প্রতিবাদেই তৃণমূলে যোগ দিলাম।”

যদিও এ প্রসঙ্গে জেলা বিজেপির সহসভাপতি তাপস দোলুই বলেন, “তৃণমূলে সকলেই মিথ্যাবাদী। আমাদের একটা লোকও বিজেপি ছেড়ে যায়নি। মিথ্যা রটনা এসব। যারা তৃণমূলেই ছিল তাদের কোনও না কোনও লোভ দেখিয়ে পতাকা ধরিয়ে প্রচারের আলোতে আসতে চাইছে তৃণমূল।”

সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির বক্তব্য, “মন্ত্রী ওনার কথা বলেছেন। ওনার রাজনৈতিক পরিপক্কতা আছে বলে আমি মনে করি না। শুভেন্দু অধিকারী তো বলেছিলেন পূর্ব মেদিনীপুরে লাল ঝান্ডা থাকবে না, লাল ন্যাকড়াও খুঁজে পাওয়া যাবে না। লাল ঝান্ডা আছে, লড়াই আন্দোলনও করছে। অথচ শুভেন্দুবাবু ঝান্ডা বদলে ফেলেছেন। আর আজ যিনি বললেন, তিনি শিশুদের মতো কথা বললেন।”

Next Article