AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: নন্দীগ্রামে মুখোমুখি তৃণমূল ও বিজেপি! নজরে দুই দলের 'শহিদ দিবস' পালন

Nandigram: নন্দীগ্রামে মুখোমুখি তৃণমূল ও বিজেপি! নজরে দুই দলের ‘শহিদ দিবস’ পালন

Kanishka Maity

| Edited By: জয়দীপ দাস

Updated on: Nov 10, 2025 | 12:08 PM

Share

Nandigram Shahid Diwas: ২০০৭ সালের ১০ নভেম্বর রণক্ষেত্র নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। তারপর থেকে তৃণমূল একাই নন্দীগ্রাম দিবস পালন করে আসছিল। যদিও তখনও দলে শুভেন্দু অধিকারী। সময়ের ফেরে ক্ষমতা বেড়েছে বিজেপিরও। বিজেপিতে এখন খোদ শুভেন্দু নিজেই রয়েছেন।

নন্দীগ্রাম: ভোটের আগে তপ্ত নন্দীগ্রামের রাজনীতি। শহিদ দিবসে ফের দেখা গেল তৃণমূল বনাম বিজেপির ছবি। ২০২০ সাল থেকে আলাদা করে নন্দীগ্রাম দিবস পালন করে আসছে দুই দল। ২০০৭ সালের ১০ নভেম্বর রণক্ষেত্র নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। তারপর থেকে তৃণমূল একাই নন্দীগ্রাম দিবস পালন করে আসছিল। যদিও তখনও দলে শুভেন্দু অধিকারী। সময়ের ফেরে ক্ষমতা বেড়েছে বিজেপিরও। বিজেপিতে এখন খোদ শুভেন্দু নিজেই রয়েছেন। পরবর্তীতে আলাদা করে প্রতি বছরই নন্দীগ্রামে শহিদ দিবস পালন করে আসছে বিজেপি। 

Published on: Nov 10, 2025 11:59 AM