West Bengal Assembly Election 2021: রাস্তায় খোলা তলোয়ার, পাশে ভাঙা বাইক, দক্ষিণ কাঁথিতে রক্তাক্ত বিজেপি কর্মী, খেজুরিতে বোমাবাজি
ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠল খেজুরি (Khejuri)। রাতভর দফায় দফায় বোমাবাজি। অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে।
পূর্ব মেদিনীপুর: ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠল খেজুরি (Khejuri)। রাতভর দফায় দফায় বোমাবাজি। অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে. খেজুরির বারাতলা ও মানসিংহ চকে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায়। বিজেপি অভিযোগ করছে, শুক্রবার রাত থেকেই এলাকায় দফায় দফায় বোমাবাজি করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। এমনকি কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। রাত এগারোটার পর তৃণমূল পাড়ায় পাড়ায় লোক ঢোকাচ্ছে বলে অভিযোগ।
প্রথম দফা নির্বাচনের সাম্প্রতিকতম আপডেট জানতে ক্লিক করুন
পাল্টা তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে, এ সব অভিযোগ ভিত্তিহীন। বিজেপির তো এখানে কোনও সংগঠন নেই। পায়ের তলা মাটি হারাচ্ছে, তাই মাটি গরম করতেই এই কাজ করছে। এদিকে খেজুরিতে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে।
এদিকে, ২১৬ নম্বর দক্ষিণ কাঁথির (Contai) ১৫০ নম্বর বুথ সিরিয়া এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের (Bengal BJP) ওপর হামলা করা হয় বলেও অভিযোগ। ভাঙচুর করা হয় বিজেপি কর্মীর বাইক। রাস্তার ওপর পড়ে থাকে খোলা তলোয়ার। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।