সোহমকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান, উত্তেজনা চণ্ডীপুরে

Apr 01, 2021 | 11:04 AM

West Bengal elections 2021: সোহমের অভিযোগ, কেন জয় শ্রীরাম স্লোগান দিয়ে পরিস্থিতি জটিল করা হচ্ছে।

সোহমকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান, উত্তেজনা চণ্ডীপুরে
চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী।

Follow Us

চণ্ডীপুর: তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে (Soham Chakrabarty) ঘিরে জয় শ্রীরাম স্লোগান। ভোটের সকালে উত্তেজনা ছড়াল চণ্ডীপুরে। যদিও পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের মহম্মদপুর-১ ব্লক। অভিযোগ, বৃহস্পতিবার সকালে তৃণমূল প্রার্থী সোহম সেখানকার বুথে গিয়েছিলেন। বুথ কেন্দ্রের কাছাকাছি যেতেই একদল তাঁর পিছনে জয় শ্রীরাম স্লোগান তোলে। এমনকী তাঁর গাড়ির সামনেও জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।

ভোটের সারাদিনের সব আপডেট জানতে ক্লিক করুন: West Bengal Election 2021 Phase 2 Voting LIVE: ‘১০০ বুথে এজেন্ট নেই মমতার’, ভোট দিতে যাওয়ার পথে বললেন শুভেন্দু 

সোহম গাড়ি থেকে নেমে কথা বলেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে। সোহমের অভিযোগ, কেন জয় শ্রীরাম স্লোগান দিয়ে পরিস্থিতি জটিল করা হচ্ছে। সোহম অভিযোগ তোলেন, তাঁর এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বুথে। ১০০ মিটারের মধ্যে থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী আসেনি বলে অভিযোগ করেন তিনি। এমনকী সিআরপিএফ তাঁকে বের করে দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ তোলেন তৃণমূলের এই তারকা প্রার্থী।

পরে কেন্দ্রীয় বাহিনীর এক কর্তা বুথকেন্দ্র পরিদর্শনে এসে সোহমের সঙ্গে কথা বলেন। এজেন্টের নিরাপত্তার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে ওই কর্তা বলেন, যদি সোহম চান কমিশনে অভিযোগ জানাতে পারেন।

Next Article