পূর্ব মেদিনীপুর: ভোটের আগেই (West Bengal Assembly Election 2021) ফের বাড়ল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তা। পদ্মপ্রার্থীর সুরক্ষায় এবার মহিলা সিআরপিএফ। পুরুষ সিআরপিএফের (CRPF) পাশাপাশি মহিলা সিআরপিএফ জওয়ানও থাকবে শুভেন্দু অধিকারীর নিরাপত্তায়।
প্রশ্ন, কেন শুভেন্দুর নিরাপত্তায় মহিলা সিআরপিএফ?
বিজেপির অভিযোগ, নন্দীগ্রামের ২১০ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারী যখন বিভিন্ন এলাকায় প্রচারে যাচ্ছিলেন, তখন মহিলা তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ধরছেন, তাঁর প্রচারে বাধা দিচ্ছেন। তাঁদেরকে বাগে আনতে বেশ চাপে পড়তে হয়েছে পুরুষ সিআরপিএফ জওয়ানদের। শুভেন্দু অধিকারীকে এ রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন একাধিকবার হতে হয়েছে। বিজেপি এই নিয়ে অভিযোগ তোলে।
এ প্রসঙ্গে তমলুক জেলার সাংগঠনিক সহ সভাপতি প্রলয় পাল বলেন, “বিজেপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূল মহিলা কর্মীদের এগিয়ে দিচ্ছে। শুভেন্দুদার কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে।”
একাধিক ক্ষেত্রে বিবেচনা করেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় মহিলা সিআরপিএফ জওয়ান নিযুক্ত করা হয়। উল্লেখ্য, নন্দীগ্রাম তথা একাধিক জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ‘মা-বোনেদের’ রুখে দাঁড়ানোর জন্য বারবার বার্তা দিয়ে গিয়েছেন। হাতা খুন্তি নিয়ে ভোটের ময়দানে লড়াইয়ের বার্তা দিচ্ছেন নেত্রী। কাকতালীয়ভাবে বিভিন্ন জায়গাতেই বিক্ষোভে দেখা গিয়েছে মহিলা তৃণমূল কর্মীরা এগিয়ে রয়েছেন। সে কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।