তৃণমূল বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত তমলুক

মঙ্গলবার দুপুরে (West Bengal Assembly Election 2021) তমলুকের (Tamluk) হাসপাতাল মোড়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল (TMC) বিজেপি (Bengal BJP) কর্মী সমর্থকরা।

তৃণমূল বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত তমলুক
তমলুকে তৃণমূল বিজেপি সংঘর্ষ
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 5:43 PM

পূর্ব মেদিনীপুর: তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত তমলুক। মঙ্গলবার দুপুরে (West Bengal Assembly Election 2021) তমলুকের (Tamluk) হাসপাতাল মোড়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল (TMC) বিজেপি (Bengal BJP) কর্মী সমর্থকরা। মহিলা কর্মীরাও আক্রান্ত হন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার সকালে থেকেই একুশের নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রামে নজর ছিল গোটা বাংলার। হেভিওয়েট প্রার্থীরা প্রচার করেছেন। রোড শো করেছেন অমিত শাহ, মিঠুন চক্রবর্তী। ম্যারাথন সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতেই আচমকা তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তমলুক।

তমলুকের হাসপাতাল মোড় জনবহুল এলাকা। সেখানে একটি বিষয নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা প্রথমে বচসা জড়িয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই এলাকায় জড়ো হয়ে যান দু’পক্ষেরই আরও কর্মী সমর্থক। বচসা গড়ায় হাতাহাতিতে। ধস্তাধস্তি হতে থাকে দুপক্ষের কর্মীদের মধ্যে। আক্রান্ত হন মহিলা কর্মীরাও। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: ‘বিজেপি প্রার্থীকে ঢুকতে দেওয়া যাবে না’, সংখ্যালঘু এলাকায় বার্তা তৃণমূল নেতার, ভাইরাল ভিডিয়ো

অন্যদিকে, নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে উত্তেজনা ছড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ফের জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। সে সময় নেত্রী দ্বিতীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন। তৃণমূলের মিছিল থেকে পাল্টা স্লোগান ওঠে। সাময়িক উত্তেজনা তৈরি হয় এলাকায়। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।