২০ বছরে কোনও উন্নয়ন করেননি! ভোট চাইতে গিয়ে গো-ব্যাক স্লোগানের মুখে তৃণমূল প্রার্থী

সৈকত দাস |

Mar 20, 2021 | 8:33 PM

ভোট চাইতে গেলে গো-ব্যাক স্লোগান শুনতে হল ভগবানপুর বিধানসভার চারবারের জয়ী বিধায়ক তথা বর্তমান তৃণমূল (TMC) প্রার্থী অর্ধেন্দুশেখর মাইতি

২০ বছরে কোনও উন্নয়ন করেননি! ভোট চাইতে গিয়ে গো-ব্যাক স্লোগানের মুখে তৃণমূল প্রার্থী
নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব মেদিনীপুর: একুশের বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2021)-এর মুখে প্রার্থী নিয়ে বিক্ষোভ অব্যাহত তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)-তে। এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার চারবারের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী অর্ধেন্দু শেখর মাইতির বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন বিজেপি সমর্থকেরা। অভিযোগ গত ২০ বছরে এলাকার কোনও উন্নয়নই করেননি তিনি।

এতদিন বিজেপি নেতা-নেত্রীদের কালো পতাকা দেখিয়ে এসেছে তৃণমূল। এবার বিজেপি-র গো-ব্যাক স্লোগানের মুখে পড়তে হল তৃণমূল প্রার্থী। ‘অর্ধেন্দুশেখর মাইতি গো-ব্যাক’ স্লোগান ও কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ বরোজ অঞ্চলের বিজেপি সমর্থকরা। শনিবার এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল ভগবানপুর এলাকায়।

জানা গিয়েছে, ভগবানপুর ২ ব্লকের বরোজ এলাকায় নির্বাচনী প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল প্রার্থীকে। গো-ব্যাক স্লোগান শুনতে হয় ভগবানপুর বিধানসভার চারবারের জয়ী বিধায়ক তথা বর্তমান তৃণমূল প্রার্থী অর্ধেন্দুশেখর মাইতিকে। এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে স্বভাবতই অস্বস্তি বোধ করেন তৃণমূল প্রার্থী। বিক্ষোভকারীদের অভিযোগ, দু’দশক বিধায়ক পদে থেকে এলাকার কোনও উন্নয়ন করেননি অর্ধেন্দু। এলাকার রাস্তাঘাট সম্প্রসারণ হয়নি, কোনও উন্নয়নমূলক কাজই হয়নি। তার পর এখন পঞ্চমবারের জন্য বিধায়ক হতে ভোট চাইতে এসেছেন এলাকায়? প্রশ্ন বিক্ষোভকারীদের। তৃণমূল প্রার্থীকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা।

আরও পড়ুন: মমতাকে দেখতে হাসপাতালে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি নেতৃত্ব, উত্তেজনা এসএসকেএম-এ 

প্রসঙ্গত, ভগবানপুরের চারবারের বিধায়ক অর্ধেন্দু মাইতি দীর্ঘদিন ধরেই কাঁথির অধিকারী পরিবারের বিশেষ ঘনিষ্ঠ ছিলেন। বিশেষ করে সাংসদ শিশির অধিকারীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। তৃণমূলের জেলা সভাপতি হিসেবে শিশির অধিকারীর পাশে থেকে দলের গুরুত্বপূর্ণ সভা-সমিতির গুরুদায়িত্ব তিনিই সামলেছেন এত দিন। তবে গত ডিসেম্ভরে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে নিজের দূরত্ব বাড়িয়ে নেন অর্ধেন্দু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচতি রয়েছে তাঁর। এহেন অর্ধেন্দুকে সম্প্রতি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে আনা হয়। শনিবার বারবেলায় এহেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দেখা গেল।

Next Article