AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haldia: ‘ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন না’, ঋতব্রতকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের একাংশ কর্মীদের

TMC: স্বচ্ছ নিয়োগের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল ওয়েব পোর্টাল। অভিযোগ, সেই পোর্টালের সুবিধা পাচ্ছেন না তৃণমূলের কর্মীরাই।

Haldia: ‘ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন না’, ঋতব্রতকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের একাংশ কর্মীদের
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে ক্ষোভ।
| Edited By: | Updated on: May 02, 2023 | 10:10 AM
Share

হলদিয়া: স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা ও স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। শিল্পতালুক হলদিয়ায় (Haldia) মে দিবসের অনুষ্ঠানে ক্ষোভের মুখে পড়তে হল আইএনটিটিইউসির (INTTUC) রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সামনেই ক্ষোভ প্রকাশ করেন দলের কর্মীদের একাংশ। এই ঘটনাকে চরম কটাক্ষ করেছে বাম ও বিজেপি। স্বচ্ছ নিয়োগের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল ওয়েব পোর্টাল। অভিযোগ, সেই পোর্টালের সুবিধা পাচ্ছেন না তৃণমূলের কর্মীরাই। পোর্টালে আবেদন করলেও ডাক পাচ্ছেন না ইন্টারভিউয়ে। যদিও সে অভিযোগ মানতে চাননি ঋতব্রত। বরং তাঁর দাবি, পোর্টালের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গেই কাজ হচ্ছে। একটি পদের জন্য অনেকেই আবেদন করেছেন। তাই হয়ত কারও কারও মনে হচ্ছে বঞ্চিত হচ্ছেন।

এক তৃণমূল সমর্থকের কথায়, “আমি পোর্টালের মাধ্যমে আমি আবেদন করি। চাকরি হয়। জয়েনও করি। ৬ দিনের মধ্যে আমার গেটপাস কেড়ে নেওয়া হয়।” আরেক তৃণমূল কর্মীর দাবি, “২-৩ বার আবেদন করেও কোনও ডাক পাইনি। সেই জন্যই নেতৃত্বকে বলছি।” সোমবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-এর উদ্যোগে হলদিয়ায় মে দিবসের অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে স্থানীয়দের কাজের দাবিতে আইএনটিটিইউসি-এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সামনেই ক্ষোভ উগরে দেন দলের কর্মীরা।

এদিন মঞ্চেই ছিলেন ঋতব্রত। সেই সময় বেশ কয়েকজন মঞ্চের সামনে এসে বলতে থাকেন, “কাজে সুযোগ মিলছে না। কেউ ইন্টারভিউয়ে পর্যন্ত ডাকছে না। পোর্টাল করে এইসবই হচ্ছে।” এ বিষয়ে ভারতীয় মজদুর সংঘের রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলি বলেন, “এসব পোর্টাল আইওয়াশ। তাই তো শ্রমিকরা বিক্ষোভ দেখালেন। এর আগে পোর্টালে নিয়োগ ও দুর্নীত প্রমাণ হয়েছে। যে কারণে সেই প্যানেলকে বাতিল করতে হয়। এসব পোর্টালে লাভ নেই। তোলাবাজি চলছে শুধু।”

অন্যদিকে সিপিএম নেতা পরিতোষ পট্টনায়েকের দাবি, “তৃণমূল সরকারের জমানায় গোটা হলদিয়ায় দুর্নীতি তোলাবাজির ফলে ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরও নানা নাটক আর ললিপপ দেখিয়ে হলদিয়ার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তারই প্রভাবে ঋতব্রতবাবুকে ঘিরে বিক্ষোভ।”