Panchayat Election 2023: তমলুকে অভিষেক, হলদিয়ায় শুভেন্দু… মঙ্গলে হাইভোল্টেজ পূর্ব মেদিনীপুর

Kanishka Maity | Edited By: Soumya Saha

Jul 04, 2023 | 12:00 AM

Suvendu Adhikari vs Abhishek Banerjee: দুই দলের দুই হেভিওয়েটের এই কর্মসূচি ঘিরে আপাতত উত্তাপ বাড়ছে জেলার রাজনীতিতে। দুই দলেরই প্রস্তুতি তুঙ্গে। পঞ্চায়েতের আগে অভিষেক ও শুভেন্দুর দ্বৈরথ ঘিরে তপ্ত পূর্ব মেদিনীপুরের রাজনীতি।

Panchayat Election 2023: তমলুকে অভিষেক, হলদিয়ায় শুভেন্দু... মঙ্গলে হাইভোল্টেজ পূর্ব মেদিনীপুর
অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারী
Image Credit source: Facebook

Follow Us

পূর্ব মেদিনীপুর: ভোটে গরম বাংলায় মঙ্গলবার হাইভোল্টেজ মহারণ পূর্ব মেদিনীপুরে। প্রচারে নামবেন যুযুধান দুই পক্ষ তৃণমূল ও বিজেপির দুই মহারথী। প্রচারের ময়দানে তমলুকে একগুচ্ছ কর্মসূচি নিয়ে আসরে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আর হলদিয়ায় ভোটের প্রচার সারবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই দলের দুই হেভিওয়েটের এই কর্মসূচি ঘিরে আপাতত উত্তাপ বাড়ছে জেলার রাজনীতিতে। দুই দলেরই প্রস্তুতি তুঙ্গে। পঞ্চায়েতের আগে অভিষেক ও শুভেন্দুর দ্বৈরথ ঘিরে তপ্ত পূর্ব মেদিনীপুরের রাজনীতি।

মঙ্গলবার তমলুকের মাতঙ্গিনী ব্লকে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। প্রায় তিন কিলোমিটার পথ জুড়ে রোড শো করার কথা রয়েছে তাঁর। মেচেদার ফাইভ পয়েন্ট থেকে বুড়ারী বাজার এলাকা পর্যন্ত। আর অভিষেকের এই রোড শো ঘিরে ব্যস্ততা তুঙ্গে শাসক শিবিরে। জেলা তৃণমূল নেতৃত্ব টার্গেট নিয়েছে রোড শোয়ে ৪০ হাজার কর্মী-সমর্থকের ভিড় জমানো। অভিষেকের সফরের জন্য একটি অস্থায়ী হেলিপ্যাডও তৈরি হয়েছে। হেলিপ্যাড ঠিকঠাক তৈরি কি না, সেই সব সোমবার পরীক্ষা করে দেখা হয়েছে। পরীক্ষামূলকভাবে একটি হেলিকপ্টারও সেখানে নামানো হয়েছে। মঙ্গলবার আকাশপথে আসার কথা অভিষেকের। হেলিকপ্টার নামার কথা মেচেদার পিডব্লিউডি মাঠে।

এদিকে আবার সন্ধেয় শুভেন্দু অধিকারীর জোড়া সভা। প্রথমটি হলদিয়ার সুতাহাটা হোড়খালিতে। আর তারপর মহিষাদলে আরও একটি সভা হওয়ার কথা তাঁর। সেই নিয়ে বিজেপির জেলা নেতৃত্বের অন্দরেও ব্যস্ততা তুঙ্গে। পঞ্চায়েত ভোটের ময়দানে রাজ্যজুড়ে ঘুরে বেড়াচ্ছেন শুভেন্দু। উত্তরবঙ্গেও প্রচার সেরে এসেছেন। পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই বেশ কিছু সভা হয়ে গিয়েছে নন্দীগ্রামের বিধায়কের। মঙ্গলবার হলদিয়ায় আবার পঞ্চায়েতের প্রার্থীদের হয়ে প্রচারে নামবেন তিনি। জোড়া সভার জন্য প্রস্তুতি সেরে ফেলেছে বিজেপি নেতৃত্ব। অপেক্ষা এখন শুধু শুভেন্দুর ভোকাল টনিকের। এখন দেখার দুই দলের দুই মহারথীর এই প্রচার পর্ব আগামী দিনে ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলে।

Next Article