খেজুরি: পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরও অশান্তি যেন পিছু ছাড়ছে না। উঠছে হামলা, পাল্টা হামলার অভিযোগ। বিরোধীরা যেমন আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ, তেমনই শাসক দলও রেহাই পাচ্ছে না বলে দাবি। এরই মধ্যে এক গুরুতর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। সেখানে এক তৃণমূল কর্মীকে গাছে বেঁধে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে খেজুরি-১ ব্লকের টিকাশি গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও এই ঘটনায় দায় অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। উল্টে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের তত্ত্বই উস্কে দিচ্ছে পদ্ম শিবির।
আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম নরেন্দ্রনাথ মাজি। বাড়ি খেজুরির টিকাশি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর কলমদান এলাকায়। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে বেশ সক্রিয় তিনি। ওই তৃণমূল কর্মীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। গুরুতর জখম ওই তৃণমূল কর্মীকে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। আহত তৃণমূল কর্মীকে দেখতে কাঁথি হাসপাতালের উদ্দেশে ইতিমধ্য়েই রওনা হয়েছে তৃণমূলের জেলা নেতৃত্বের এক প্রতিনিধি দল। এদিকে খেজুরি থানার আইসিকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কুণাল ঘোষ। বুুধবার দুপুর তিনটের মধ্যে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির দাবি তুলেছেন তিনি।
যুব তৃণমূলের জেলা সভাপতি সুপ্রকাশ গিরি খেজুরির ঘটনাকে নক্ক্যারজনক বলে মন্তব্য করেছেন। বলছেন, ‘ভোটে খেজুরির কিছু জায়গায় জেতার পরে বিজেপি সন্ত্রাস ফিরিয়ে নিয়ে এসেছে। আমাদের বহু মানুষ ঘরছাড়া হয়েছে। খেজুরির বিভিন্ন জায়গায় বিজেপি ভোট লুঠ করেছে। আজকের ঘটনা আবারও প্রমাণ করে দিল, বিজেপি এলাকায় সন্ত্রাস ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
এদিকে বিজেপির জেলা সহসভাপতি অসীম মিশ্রর আবার পাল্টা বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হামলা হয়েছে। ‘টিকাশি অঞ্চলে তৃণমূল জিতেছে। জেতার পরে তাদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়েছে। সেই লড়াইয়ের পরিণতি হল, ওই তৃণমূল কর্মীর গায়ে আগুন দেওয়া। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে।’