Panchayat Election Result 2023: নন্দীগ্রাম-২: তৃণমূলকে পিছনে ফেলে চওড়া হচ্ছে বিজেপির হাসি, কাজে দিয়েছে শুভেন্দুর ‘অ্যান্টিবায়োটিক’ দাওয়াই?

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Jul 11, 2023 | 7:27 PM

Nandigram: নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতিতে শাসক দল তৃণমূলকে বেশ কিছুটা পিছনে ফেলে প্রথম স্থানে রয়েছে পদ্মশিবির। তাহলে কি শুভেন্দুর সেই টার্গেট এবার মিলে যেতে চলেছে নন্দীগ্রামে? ট্রেন্ড দেখে এমন জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Panchayat Election Result 2023: নন্দীগ্রাম-২: তৃণমূলকে পিছনে ফেলে চওড়া হচ্ছে বিজেপির হাসি, কাজে দিয়েছে শুভেন্দুর অ্যান্টিবায়োটিক দাওয়াই?
শুভেন্দু অধিকারী
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

নন্দীগ্রাম: পঞ্চায়েতে নন্দীগ্রাম থেকে তৃণমূলকে সরানোর টার্গেট নিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার পঞ্চায়েতের ভোট গণনার এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে নন্দীগ্রামে কিন্তু ভাল লড়াই দিচ্ছে বিজেপি। নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতিতে শাসক দল তৃণমূলকে বেশ কিছুটা পিছনে ফেলে প্রথম স্থানে রয়েছে পদ্মশিবির। তাহলে কি শুভেন্দুর সেই টার্গেট এবার মিলে যেতে চলেছে নন্দীগ্রামে? ট্রেন্ড দেখে এমন জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কারণ, বয়াল-১ ও বয়াল-২ উভয় গ্রাম পঞ্চায়েতেই এখনও পর্যন্ত প্রথমে রয়েছে বিজেপি। বয়াল-১ গ্রাম পঞ্চায়েতে ১৩টি আসনের মধ্যে ৮টিতে এগিয়ে বিজেপি এবং ৫টিতে এগিয়ে তৃণমূল।

আবার বয়াল-২ গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসনের মধ্যে ৯টি আসনেই পদ্ম শিবিরের মুখে হাসি চওড়া হচ্ছে। তৃণমূল সেখানে এগিয়ে মাত্র ৬টি আসনে। বাকি একটিতে এগিয়ে নির্দল প্রার্থী। অর্থাৎ, নন্দীগ্রাম-২ ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতেই আপাতত বিজেপির দিকেই পাল্লা ভারী। পাশাপাশি খোদামবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ১৫টি আসনের মধ্যে এখনও পর্যন্ত আটটিতে এগিয়ে বিজেপি, সাতটিতে তৃণমূল। খোদামবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে আবার ১৭টি আসনের মধ্যে ১২টিতেই এগিয়ে বিজেপি, বাকি ৫টি আসনে লড়াই দিচ্ছে তৃণমূল।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল নন্দীগ্রামের বিধায়কের গলায়। বলেছিলেন, ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টিতেই বিজেপির বোর্ড গঠন হবে। বাকি ৬টিতে ‘তৃণমূলমুক্ত’ বোর্ড গঠন হবে বলেও বলেছিলেন তিনি। নন্দীগ্রামে পঞ্চায়েত থেকে তৃণমূলকে সরাতে ‘অ্যান্টিবায়োটিকের’ দাওয়াই দিয়েছিলেন শুভেন্দু। ব্যালটে কি শেষ পর্যন্ত সেই অ্যান্টিবায়োটিকের প্রতিফলন মিলবে? এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে কিন্তু পাল্লা ভারী বিজেপির দিকেই। এখন দেখার শেষ পর্যন্ত নন্দীগ্রামে কার মুখের হাসি চওড়া হয়।

Next Article