Nandigram Panchayat: বিষের কৌটো হাতে বুথের বাইরে মহিলা, নন্দীগ্রামে তুলকালাম কাণ্ড

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Jul 08, 2023 | 11:26 AM

Panchayat Elections 2023: মোহন জানা বাড় বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। এখানকার ভোটাররা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কথা ছিল, বাহিনী থাকবে বুথে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সে কথা রাখেনি বলে অভিযোগ।

Nandigram Panchayat: বিষের কৌটো হাতে বুথের বাইরে মহিলা, নন্দীগ্রামে তুলকালাম কাণ্ড
নন্দীগ্রামে অশান্তি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: বাহিনী চেয়ে হাতে বিষের কৌটো নিয়ে বিক্ষোভ মহিলার। পঞ্চায়েত ভোট ঘোষণা ইস্তক শিরোনামেই থেকে গেল কেন্দ্রীয় বাহিনী। গতকাল অবধি কত বাহিনী দিয়ে ভোট হবে, কোথায় কত মোতায়েন থাকবে তা নিয়েই তরজা চলেছে। ভোটের দিন আজ শনিবার আবার বুথে বুথে বাহিনী কোথায়, সেই প্রশ্নে সরগরম। বাহিনী চেয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলল নন্দীগ্রামে। রাজ্য রাজনীতির ভরকেন্দ্র হিসাবে নন্দীগ্রামকে মনে করেন অনেকেই। এই কেন্দ্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো ‘হেভিওয়েট’ বিধায়কের কেন্দ্র। সেখানেও পঞ্চায়েত ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ তুললেন ভোটাররা। সকাল থেকে বিভিন্ন বুথ থেকেই এই অভিযোগ এসেছে।

এরইমধ্যে মোহন জানা বাড় বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। এখানকার ভোটাররা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কথা ছিল, বাহিনী থাকবে বুথে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সে কথা রাখেনি বলে অভিযোগ। ভিন রাজ্যের পুলিশ ও রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হচ্ছে।

এই অভিযোগকে সামনে রেখেই এদিন বিক্ষোভ শুরু হয়। এক মহিলা হাতে বিষের বোতল নিয়ে হুমকি দিতে শুরু করেন। সকাল ৯টা অবধি ভোট শুরু করতেই দেননি এলাকার লোকজন বলে অভিযোগ। বাহিনী দিয়েই ভোটের দাবিতে অনড় তাঁরা। যদিও তৃণমূলের অভিযোগ, ভোটদানে বাধা দিতেই বিজেপি বাইরে থেকে লোক এনে ঝামেলা পাকাচ্ছে। পরে রাজ্য পুলিশের তরফে বাহিনী নিয়ে আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

সরাসরি পঞ্চায়েত ভোটের সব খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে
Next Article