পূর্ব মেদিনীপুর: ভোটের আর ৫ দিনও বাকি নেই। তার মধ্যে অস্বস্তিতে শাসকদল। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল মহিষাদলে। মহিষাদল ব্লকের কিসমৎ নাইকুন্ডি গ্রামপঞ্চায়েত। সেখানকার পঞ্চায়েত সমিতির ৯ নম্বর আসনের প্রার্থীকে নিয়ে প্রশ্ন তুলে সে পোস্টার সাঁটানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘মহিষাদল ২০৮-এর বিধায়ক, মহিষাদল পঞ্চায়েত সমিতিতে কাকে প্রার্থী করেছে। বাগদা, বাসুদেবপুর, শরবেড়িয়া, ঘাগরা, গোপালপুর গ্রামে যিনি রাস্তাও চেনেন না। বাড়ি বাড়ি তো দূরের কথা। বড় লজ্জা।’ এই পোস্টার ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। যদিও মহিষাদলের বিধায়কের দাবি, এসব বিরোধীদের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।
মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, তাঁদের কাছে দল, দলনেত্রীর আঁকা প্রতীকই বড় কথা। সেই শক্তিতেই প্রার্থীরা জিতে আসবেন এবং মানুষের সেবায় সবসময় পাশে থাকবেন। তিলককুমারের দাবি, বিরোধীরা নিজেদের হারের কথা বুঝতে পেরেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে।
মহিষাদল ব্লকের ৯ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী সুজাতা জানা ফদিকার বক্তব্য, ১৩ বছর ধরে তিনি এলাকায় আছেন। সকলেই তাঁকে চেনেন। বিরোধী দলের যিনি প্রার্থী, তাঁদেরই কেউ চেনেন না। যদিও গুড়িয়া এলাকার বিজেপির পঞ্চায়েত প্রার্থী সুন্দরানন্দ গুড়িয়ার বক্তব্য, “পোস্টারটা আমিও দেখেছি। এটা তৃণমূলের লোকজনেরই ক্ষোভের বহিঃপ্রকাশ। শুনেছি, অনেকেই বলছেন আর কাউকে প্রার্থী পেল না? উনি তো অধিকাংশ মানুষকে চেনেনই না।”