Kolaghat Case: পুকুরে নামতে হাতে কী যেন একটা ঠেকল, মাথা ডোবাতেই জলের নীচে শিউরে ওঠা দৃশ্য
Purba Medinipur: জানা গিয়েছে, কলাইকুণ্ডা থেকে কোলাঘাটের চিমুটিয়ায় বেড়াতে এসেছিল সুপ্রিতা সোরেন (১২), সুষমা সোরেন (৯) ও শকুন্তলা কিস্কু (৭)।
পূর্ব মেদিনীপুর: একজনের বয়স সাত, বাকি দু’জন ৯ আর ১২। আত্মীয়র বাড়িতে গিয়ে পুকুরে স্নান করতে নেমেছিল তিন বোন। সেই জলে নামাই কাল হল। জল থেকে যখন তোলা হল, তিন বোন তিনটে নিথর দেহ। রবিবার কোলাঘাট থানা এলাকায় এই ঘটনা ঘটে। এদিন ভরদুপুরে স্নান করতে নেমেছিল তিনজন। গ্রামের পুকুরে অহরহ নেমে পড়ে। কিন্তু এবার যে এমন সর্বনাশ হবে তা ভাবতেই পারেনি পরিবারের লোকেরা। নিহতদের বাড়ি পশ্চিম মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক আত্মীয়র বাড়িতে এসেছিল তারা। আর বাড়ি ফেরা হল না একই পরিবারের তিন মেয়ের। এই ঘটনায় কান্নার রোল উঠেছে আত্মীয়দের মধ্যে।
জানা গিয়েছে, কলাইকুণ্ডা থেকে কোলাঘাটের চিমুটিয়ায় বেড়াতে এসেছিল সুপ্রিতা সোরেন (১২), সুষমা সোরেন (৯) ও শকুন্তলা কিস্কু (৭)। তারা সম্পর্কে বোন। চিমুটিয়ায় একটি মেলা হয়। সেই মেলা দেখতেই এসেছিল এই তিন কিশোরী। আত্মীয়ের বাড়ির পিছনেই একটি পুকুর। সেখানে স্নান করতে নামে রবিবার। এরপরই ঘটে যায় চরম বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, পুকুরে নেমে একটু বেশি ভিতরে চলে গিয়েছিল তারা। এদিকে দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়িতে না ফেরায় সন্দেহ হয় বাড়ির লোকের। পুকুরধারে কাউকে দেখতে না পাওয়ায় বাড়ির লোকেরা ঝাঁপ দেয় জলে।
এরপরই তিনজনকে উদ্ধার করা হয়। সুষমা, সুপ্রীতা ও শকুন্তলাকে কোলাঘাট থানার মেচেদার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ঠিকই। তবে চিকিৎসকরা জানান, তিনজনই মারা গিয়েছে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার। সুস্থ তিনটে বাচ্চা বেড়াতে এল। এমন অভিশপ্ত পুকুর তিন তিনটে প্রাণ কেড়ে নিল নিমেষে।
আরও পড়ুন: Body Recover: বাপ মরা ছেলেদের নিয়ে নতুন করে সংসার মহিলার, এমন সর্বনাশ ভাবতেও পারছে না পরিবার…
আরও পড়ুন: Exclusive Saugata Roy: বাবুল-শত্রুঘ্নকে কী কারণে প্রার্থী করেছে তৃণমূল, ফাঁস করলেন সৌগত রায়