পূর্ব মেদিনীপুর: জেলা পুলিশসুপারের নিরাপত্তা রক্ষীর কোয়ার্টার থেকে কর্তব্যরত সাব-ইন্সপেক্টরের দেহ উদ্ধার (Body Recover)। তিনি পুলিশ সুপারের বাংলোয় কর্তব্যরত ছিলেন। তাম্রলিপ্ত পুরসভার পাশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের বাংলো। শুক্রবার সেখানে নিরাপত্তারক্ষীদের কোয়ার্টারের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় সাব ইন্সপেক্টর অরুণকুমার চৌধুরীকে। দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলায় কাজ করছেন তিনি। বয়স হয়েছিল ৫৭ বছর। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার হরিদাসপুর এলাকায়। স্ত্রী এবং দুই ছেলে তাঁর। ছেলেরাও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
জেলা পুলিশ সুপারের নিরাপত্তা রক্ষীর কোয়ার্টার থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তমলুক থানার পুলিশ। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সূত্রের খবর বেশ কিছুদিন ধরে ওই পুলিশ অফিসার মানসিক অবসাদে ভুগছিলেন। কী কারণে এই ঘটনা, তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
অরুণকুমার চৌধুরীর পরিবার ক্যামেরার সামনে তেমন কিছু বলতে চাননি। তবে সূত্রের খবর, তিনি নানা রোগে ভুগছিলেন। এর আগে একবার হৃদরোগে আক্রান্তও হন। শরীর নিয়ে চিন্তায় থাকতেন সব সময়।