কলকাতা: বিভিন্ন সরকারি ভবন, পার্ক কিংবা সরকারি জায়গায় নীল-সাদা রঙের চল বহুদিন ধরেই চলছে। এবার শোনা যাচ্ছে, স্কুলের পোশাকও নীল-সাদা হতে চলেছে রাজ্যে। সরকারি স্কুল ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের পড়ুয়াদের জন্য নীল-সাদা পোশাক আনা হচ্ছে এ রাজ্য। সূত্রের খবর, পোশাকে থাকবে বিশ্ববাংলা লোগো। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের লেটারহেডে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে। তবে এই বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে স্কুলের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে দাবি করেছেন।
শুভেন্দু অধিকারী বলেন, “এটা সরাসরি স্কুলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা। যে স্কুলে যে পোশাকবিধি আছে, নীল সাদা হতে পারে বা গেরুয়া সাদা কিংবা সবুজ সাদা হতে পারে। সেটাই বহাল রাখতে হবে। এটা কেন্দ্রের সমগ্র শিক্ষা মিশনের টাকা। এভাবে রাজ্য সরকার যা খুশি করতে পারে না। আমি এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে অভিযোগ করব। প্রয়োজন হলে বিদ্যালয়গুলির অভিভাবকদের বলব আইনের আশ্রয় নিতে। স্কুলের নিজস্ব অধিকারে এ ধরনের হস্তক্ষেপ চলবে না।”
যদিও শুভেন্দু অধিকারীর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূল নেতা তাপস রায় বলেন, “শুভেন্দু তো অনেক কিছুই বলে, অনেক কিছুই বলছে, বলবেও। ওর কথায় কিছু আসে যায় না। একটা সরকারি সিদ্ধান্ত, সেটা কার্যকর পড়ুয়া আর অভিভাবকরা করবেন। শুভেন্দুর কথা শুনতে কেউ বসে আছে, এমন ভাবার কারণ নেই। চিঠিচাপাটি করেই তো ওর দিন কাটে। আমরা এ নিয়ে মাথা ঘামাচ্ছি না।”
যদিও শিক্ষক সংগঠনের নেতা স্বপন মণ্ডলের বক্তব্য, “এই ধরনের সিদ্ধান্ত আপত্তিকরই নয়, নিন্দানজনকও। আমাদের রাজ্যে শিক্ষা সংস্কৃতিতে সরকার দখলদারি করতে চাইছে। কারও ব্যক্তিগত পছন্দ বা ইচ্ছা সমগ্র ছাত্র সমাজ ও শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
আরও পড়ুন: Asansol By-Election: আসানসোলে পা রেখেই বিরোধীদের ‘খামোশ’ থাকার বার্তা শত্রুঘ্নর