Marishda: আগ্নেয়াস্ত্র, গুলি-সহ গ্রেফতার দুই, বিজেপি-তৃণমূল একে অপরকে দুষছে

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Jun 27, 2023 | 8:12 AM

Purba Medinipur: মারিশদা থানার ওসি সৌমেন গুহ এই ঘটনা প্রসঙ্গে জানান, সবটা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের কাছ থেকে বাইক, পিস্তল ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি।

Marishda: আগ্নেয়াস্ত্র, গুলি-সহ গ্রেফতার দুই, বিজেপি-তৃণমূল একে অপরকে দুষছে
গ্রেফতার দুই।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: ভোটের আবহে ফের পারদ চড়ছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায়। সোমবারই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ দুই বাইক আরোহীকে গ্রেফতার করেছে মারিশদা থানার পুলিশ। সোমবার দুপুর ২টো তখন। দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা কালীনগর বাসস্ট্যান্ড এলাকায় বাইক আরোহী দুই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই বেসুর ঠেকে। এরপর তল্লাশি শুরু হতেই একে একে বেরিয়ে আসে পিস্তল, কয়েক রাউন্ড গুলি। তাঁদের গ্রেফতার করা হয়। জেরার মুখে ধৃতরা জানিয়েছে, তাঁরা পটাশপুর থানা এলাকার বাসিন্দা। একজনের নাম লাল্টু বাড়ুই, অন্যজন সুবিমল দাস। ধৃতরা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত বলেও অভিযোগ উঠেছে। মঙ্গলবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলার কথা। এই ঘটনায় রাজনীতির রং লাগতে শুরু করেছে। শাসকদলের দাবি, সন্ত্রাস করে ভোট জেতার চেষ্টা করছে বিজেপি। তারই প্রস্তুতি চলছে। পাল্টা বিজেপির দাবি, গণতান্ত্রিকভাবে ভোটে জেতায় বিশ্বাসী তারা।

মারিশদা থানার ওসি সৌমেন গুহ এই ঘটনা প্রসঙ্গে জানান, সবটা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের কাছ থেকে বাইক, পিস্তল ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি। এই আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁরা কোথায় যাচ্ছিলেন, জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি, পঞ্চায়েত নির্বাচনে বোমা, বন্দুক দিয়ে এলাকা দখল করার কৌশল নিয়েছে বিজেপি। যদিও কাঁথি জেলা বিজেপির সহ সভাপতি অসীম মিশ্রের বক্তব্য, “পুলিশ ও তৃণমূল ভোটের আগে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিজেপি বলে চালাচ্ছে।” তাঁর কথায়, গুলি-বন্দুক নয়, বিজেপি গণতন্ত্রের পথে হাঁটে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ধৃতরা বিজেপির কেউ নন।

Next Article