Nandigram: মাছ উঠল না, জালে উঠল মদের বোতল, সেই মদ খেয়ে সোজা নন্দীগ্রাম হাসপাতালে

Nandigram: ঘটনার জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করতে শুরু করে বিরোধী বিজেপি। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার ঢালাও মদের লাইসেন্স দিয়ে মদ বিক্রি করে রাজ্য চালাচ্ছে। বিপদ বাড়ছে যুব সমাজের। পাল্টা তোপ দেগেছে বিজেপিও।

Nandigram: মাছ উঠল না, জালে উঠল মদের বোতল, সেই মদ খেয়ে সোজা নন্দীগ্রাম হাসপাতালে
প্রতীকী ছবি। গ্রাফিক্স- শুভ্রনীল দে Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 21, 2023 | 6:29 PM

নন্দীগ্রাম: নদী মাছ ধরতে গিয়ে জালে মাছের বদলে পড়েছিল মদের বোতল। সেই বোতল থেকে মদও খেয়েছিলেন ৫ বন্ধু মিলে। কিন্তু তাতেই হল কাল। মদ খাওয়ার পরেই শরীর খারাপ হতে থাকে পাঁচজনের। ভর্তি হাসপাতালে। ঘটনা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার। এই এলাকার পাশ দিয়েই চলে গিয়েছে হলদি নদী। সেখানেই মাছ ধরতে গিয়েছিলেন এলাকার এক যুবক। কিন্তু, মাছের বদলে তাঁর জালেই উঠেছিল বড় একটা মদের বোতল। খুশি মনে সেই বোতল নিয়ে বাড়িও ফেরেন ওই যুবক।

বন্ধুদেরও জানান ঘটনার কথা। পাঁচ বন্ধু মিলে সেই মদ খেতেই বিপত্তি। অসুস্থ হয়ে পড়েছেন ৫ জনই। তপন দাস,  তপন হালদার , সিতারাম দাস, গনেশ ভূইয়া ভর্তি নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে আবার চাপানউতরও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 

ঘটনায় এলাকার বাসিন্দা মহীতোষ দাস বলেব, মদ খেয়েই ওরা সবাই অসুস্থ হয়েছে। হাসপাতালে ভর্তি করেছি। মদ খাওযার পরেই ওরা বলছিল ওরা নাকি বোতলটা কুড়িয়ে পেয়েছে। নদীর ধার থেকে পেয়েছে বলছিল। আর একজন বলছিল নদীতে জাল ফেলতে গিয়ে পেয়েছে। তবে ওরা সুস্থ হলে গোটা ঘটনা আরও ভাল করে জানা যাবে। 

ঘটনার জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করতে শুরু করে বিরোধী বিজেপি। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার ঢালাও মদের লাইসেন্স দিয়ে মদ বিক্রি করে রাজ্য চালাচ্ছে। বিপদ বাড়ছে যুব সমাজের। এ ভাষাতেই তোপ দেগেছেন এলাকার বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মাইতি। পাল্টা তোপ দেগেছে তৃণমূলও। শাসকদলের দাবি, দীর্ঘদিন থেকেই ওই এলাকায় বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা বেআইনিভাবে মদ বিক্রি করছেন। তাতেই বাড়ছে সমস্যা।