Contai Cooperative Bank: কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটিতে অখিলের ‘প্রাধান্য’, চেয়ারম্যান নিয়ে শুরু জল্পনা
Contai Cooperative Bank: সমবায় এই ব্যাঙ্কের অন্দরে জোর গুঞ্জন, চেয়ারম্যান পদে সবচেয়ে এগিয়ে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা। টক্করে রয়েছেন এগরার বিধায়ক তরুণ মাইতিও। দৌড়ে রয়েছেন বর্ষীয়ান হরিসাধন দাস অধিকারী এবং অখিল গিরির ভাগ্নের স্ত্রী সুশ্বেতা নায়কও।

কাঁথি: তৃণমূল সুপ্রিমোর হস্তক্ষেপে কাঁথি সমবায় ব্যাঙ্কে ডিরেক্টর নির্বাচন নিয়ে জট কেটেছে। অবশেষে ১৫ জন ডিরেক্টর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাঁদের হাতে শংসাপত্র তুলে দিল ব্যাঙ্ক। এবার চেয়ারম্যান নির্বাচন? জোর গুঞ্জন কয়েকজনের নাম নিয়ে। তরুণ মাইতি, তরুণ জানা, হরিসাধন দাস অধিকারী, সুশ্বেতা নায়ক(মাইতি) না মীর মোরেজ আলি? শুভেন্দু অধিকারীর শহরে মুখবন্দি খামে কার নাম পাঠাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?
অধিকারী গড় কাঁথির কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্কের পরিচালন এখন শাসকদলের ‘দখল’-এ। তৃণমূলের অন্দরে উত্তম বারিক ও অখিল গিরির প্যানেল আর নেই। গত কয়েকদিনে মনোনয়ন তোলা ও জমা নিয়ে উত্তেজনা থাকলেও এদিন কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটি গঠিত হয়। এদিন পরিচালন কমিটির ১৫ জন সদস্যকে শংসাপত্র দেওয়া হয়। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। পরিচালন কমিটির জয়ী সদস্যদের শংসাপত্র তুলে দেন সমবায় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। সেখানে দেখা গেল, অখিল গিরির অনুগামীদের প্রাধান্য।
তবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কারা হবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। নির্বাচন কমিশন নির্দিষ্ট নিয়ম মেনে তার প্রস্তুতি নেবে। ব্যাঙ্ক সূত্রের খবর, ১৫ দিনের সময়সীমা দিয়ে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচনের বৈঠক ডাকা হতে পারে।
জানা গিয়েছে, পূর্ব ভারতের সবচেয়ে বড় আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক এটি। প্রতি বছর তিনশো থেকে চারশো কোটি টাকা আদানপ্রদান হয়। নতুন পরিচালন কমিটি গঠন হওয়ার পর ব্যাঙ্কের একাধিক শূন্য পদে নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাঙ্কের পরিচালন কমিটির দখল নিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন চলে। যার জন্য খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয়েছে। শেষ পর্যন্ত বিনা ভোটে পরিচালন কমিটির ১৫ জন সদস্য জয়ী হন। কিন্তু চেয়ারম্যান কে হবেন? ভাইস চেয়ারম্যান কে হবেন?
যদিও সমবায় এই ব্যাঙ্কের অন্দরে জোর গুঞ্জন, চেয়ারম্যান পদে সবচেয়ে এগিয়ে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা। টক্করে রয়েছেন এগরার বিধায়ক তরুণ মাইতিও। দৌড়ে রয়েছেন বর্ষীয়ান হরিসাধন দাস অধিকারী এবং অখিল গিরির ভাগ্নের স্ত্রী সুশ্বেতা নায়কও।
যদিও সমগ্ৰ বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না অখিল গিরি ও উত্তম বারিকরা। তাঁদের বক্তব্য, সব কিছু নেত্রীর হাতে। তিনিই যা করার করবেন। এখন দেখার, আগামী ১২ ফ্রেব্রুয়ারির আগে মুখবন্ধ খামে সুপ্রিমো কার নাম পাঠান। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই জেলায় শাসকদলের অন্দরে কে প্রাধান্য পান, সেটাই দেখার।





