Purbo Medinipur: বিজেপি প্রধানের একটা ফেসবুক পোস্ট, অন্ধকার ঘর থেকে উদ্ধার করল পুলিশ, নেপথ্যে রাজনীতি নয়, বরং পরিবারের যে কেলেঙ্কারি উঠে এল
Khejuri: প্রধানের দাবি, গত ১৫ জানুয়ারি পঞ্চায়েত অফিস থেকে ফেরার পথে তাঁকে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর জাহানাবাদ এলাকার কেশব মণ্ডলের বাড়িতে তাঁকে তালাবন্দি করে রাখা হয়েছিল। শনিবার সকালে তিনি একটি ফেসবুক পোস্ট করে লেখেন, 'আমাকে অপহরণ করে আটকে রাখা হয়েছে। আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান।'

পূর্ব মেদিনীপুর: বিজেপি প্রধানকে অপহরণের অভিযোগ। কিন্তু এর পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই, বরং রয়েছে সম্পর্কের টানাপোড়েন। বিজেপি প্রধানকে অপহরণের অভিযোগ উঠেছে স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। ফেসবুক পোষ্ট দেখে উদ্ধার পুলিশের। স্বামী- সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অপহরণ করে আটকে রাখার অভিযোগ তুলেছেন খেজুরি-১ ব্লকের কামারদা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান ভবানী মণ্ডল। রবিবার সকালে পুলিশের তৎপরতায় জাহানাবাদ এলাকার একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভবানীর শাশুড়ি ও জা-সহ তিনজনকে আটক করেছে পুলিশ।
প্রধানের দাবি, গত ১৫ জানুয়ারি পঞ্চায়েত অফিস থেকে ফেরার পথে তাঁকে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর জাহানাবাদ এলাকার কেশব মণ্ডলের বাড়িতে তাঁকে তালাবন্দি করে রাখা হয়েছিল। শনিবার সকালে তিনি একটি ফেসবুক পোস্ট করে লেখেন, ‘আমাকে অপহরণ করে আটকে রাখা হয়েছে। আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান।’
পোস্টটি নজরে আসতেই অভিযানে নামে পুলিশ। অপহৃত প্রধানকে উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে তিন মহিলাকে আটক করা হয়। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পারিবারিক বিবাদ ও ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ যদিও এই ঘটনা বিজেপি প্রধানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
