Bus service: অভিষেকের সভার জন্য রাস্তা থেকে উধাও ৪০০ বাস? চরম সমস্যায় যাত্রীরা
Purulia: জানা গিয়েছে, বুধবার পুরুলিয়া হুড়া ব্লকের লধুড়কা ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেই সভায় লোক নিয়ে যাওয়ার জন্য রাস্তা থেকে ৪০০ বাস তুলে নেওয়া হয়েছে। বাস মালিক সংগঠনের দাবি, অন্যান্য দিনের মতো সকালে বাস চললেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে। টিভি ৯ বাংলার ক্যামেরাতেও ধরা পড়ল সেই ছবি।

পুরুলিয়া: রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে প্রচুর বাস। অন্তত তেমনটাই জানাল বাস মালিক সংগঠন। তাঁদের দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং রয়েছে। সেই কারণে প্রায় চারশো বাস রাস্তা থেকে উধাও। এ দিকে, বাস না পেয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন।
জানা গিয়েছে, বুধবার পুরুলিয়া হুড়া ব্লকের লধুড়কা ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেই সভায় লোক নিয়ে যাওয়ার জন্য রাস্তা থেকে ৪০০ বাস তুলে নেওয়া হয়েছে। বাস মালিক সংগঠনের দাবি, অন্যান্য দিনের মতো সকালে বাস চললেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে। টিভি ৯ বাংলার ক্যামেরাতেও ধরা পড়ল সেই ছবি। পুরুলিয়া বাস স্ট্যান্ডে যাত্রীরা এসে বাসের জন্য বসে রয়েছেন। বিশেষে করে বাইরে থেকে যাঁরা ফিরছেন গ্রামে, তাঁরাই বেশি সমস্যায় পড়েছেন। যাত্রী সদানন্দ প্রামাণিক বলেন, “আমি দুর্গাপুর যাব। আজ তো বাস পাচ্ছি না। আজ বাস কম চলছে মনে হয়। সবাই বলছে অভিষেকের মিটিং আছে তাই বাস তুলে নিয়েছে।”
পুরুলিয়া বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রতিভারঞ্জন সেনগুপ্তের দাবি, একটি রাজনৈতিক দল আজকে জেলার চারশো ভাড়া করেছে। তাই রাস্তায় বাস দেখা যাচ্ছে না। তিনি বলেন, “অভিষেকবাবুর আজ সভা রয়েছে সেই কারণে বাস আমাদের থেকে নিয়েছে। এবার রাজনৈতিক সভা হলে সব দলই আমাদের থেকে গাড়ি নিয়ে থাকে। আমরা তো আর বাধা দিতে পারি না। এখন দেখা যাচ্ছে একটা কি দুটো গাড়ি চলছে। জেলাতে সাড়ে চারশো মতো গাড়ি চলে। চারশোর মতো গাড়ি তুলে নিয়েছে।“
