
পুরুলিয়া: কোলে বাচ্চা নিয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছেন এক মহিলা। ছবি দেখেই চেনা চেনা মনে হচ্ছিল পুলিশের। তারপরই ফাঁদ পেতে গয়া স্টেশন থেকে চুরি হওয়া সোনার অলংকার সহ ওই মহিলাকে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। ধৃতকে এদিন আদালতে তুলে চারদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে গয়া পুলিশের কাছ থেকে পুরুলিয়া জেলা পুলিশের কাছে একটি ছবি সহ কিছু তথ্য আসে। সেখানে দেখা যাচ্ছে কোলে একটি বাচ্চা নিয়ে একজন মহিলার ছবি রয়েছে। ছবিটি গয়া স্টেশনে তোলা। সেই ছবিটি পাওয়ার পর পুরুলিয়া সদর থানার পুলিশ মহিলাকে চিনতে পারে। মহিলার বাড়ি পুরুলিয়া শহরের ২২ নম্বর ওয়ার্ডের ওরাং পাড়া এলাকায়। এদিন ভোরে তাঁর বাড়ির সামনে সাদা পোশাকে পুলিশ নজর রাখে। মহিলা বাড়িতে আসতেই তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে চুরি হওয়া সোনার অলংকার উদ্ধার করে পুলিশ। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মহিলা যাযাবর সম্প্রদায়ের। মূলত ট্রেনে ঘুরে ঘুরে ভিক্ষা করেন। গয়া স্টেশনে গতকাল একটি চুরির ঘটনায় তাঁকে খুঁজছে সেখানকার পুলিশ। এর আগেও যাযাবরদের বিরুদ্ধে বিভিন্ন বাড়িতে চুরি করার অভিযোগ ওঠে। এদিন তাঁকে জেলা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মহিলাকে গ্রেফতারের পর পুরুলিয়া পুলিশ যোগাযোগ করে গয়া পুলিশের সঙ্গে।
পুরুলিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, “গতকাল গয়া পুলিশের কাছ থেকে একটি চুরির বিষয়ে তথ্য আসে আমাদের এখানে। সেইমতো নজর রাখা হচ্ছিল। তদন্তের স্বার্থে মহিলার নাম জানাচ্ছি না। প্রায় ৫৩ গ্রাম সোনার অলংকার ও ২০ গ্রাম রুপোর অলঙ্কার উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করেন যে গয়া স্টেশন চত্বরে একটি অপরাধে যুক্ত ছিলেন। নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের হয়েছে।”