পুরুলিয়া: হুইল চেয়ারে বসেই নির্বাচনী প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার নন্দীগ্রাম দিবসে কলকাতায় রোড শো-এর পর সোমবার পুরুলিয়ায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। তাঁর প্রথম জনসভা রয়েছে বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্রের ঝালদায়। সেখান থেকে যাবেন বলরামপুরে। পুরুলিয়ার দুই সভা শেষে ফিরবেন দুর্গাপুর। মঙ্গলবার ফের বাঁকুড়া সফর।
সোমবার বাঘমুণ্ডির তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতোর সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১১টা নাগাদ দুর্গাপুর থেকে হেলিকপ্টারে পৌঁছবেন সেখানে। সভামঞ্চের পাশেই তৈরি হয়েছে হেলিপ্যাড। মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সভা রয়েছে বলরামপুরে। সেখানে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভা করবেন তিনি।
গত বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরই পায়ে চোট পান সেখানকার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিন এসএসকেএম হাসপাতালে ভর্তিও ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল থেকে এক প্রকার জোর করেই ছুটি নেন তিনি। মাঝে শনিবার বাদ দিয়ে রবিবার থেকে ফের ভোটের ময়দানে। এদিন কলকাতায় তৃণমূলের একটি রোড শো ছিল। হুইল চেয়ারে বসেই তার নেতৃত্ব দেন মমতা।
আরও পড়ুন: West Bengal Election 2021 LIVE: আজ ঝাড়গ্রাম-বাঁকুড়ায় শাহ, পুরুলিয়ায় মমতা
রাজপথ থেকেই তৃণমূল নেত্রীর হুঙ্কার ছিল, “এবার হুইল চেয়ারে বসেই বাংলা ঘুরব। আহত বাঘ আরও ভয়ঙ্কর। খেলা হবে।” সোমবার থেকে শুরু হচ্ছে সেই ‘খেলা’ই। রবিবার রাতেই দুর্গাপুরে পৌঁছন মমতা। সোমবার জঙ্গলমহল থেকে প্রচার-সফর শুরু করছেন তিনি। পুরুলিয়ায় দু’টি কর্মসূচি। সেখান থেকে দুর্গাপুরে ফিরে যাবেন রাতে। মঙ্গলবার বাঁকুড়ায় যাবেন তৃণমূলনেত্রী। তিনটি সভা রয়েছে সেখানে।
মাইলের পর মাইল পদযাত্রা করে ভোটের প্রচারে ঝড় তোলা মমতা বন্দ্যোপাধ্যায় এবার হুইল চেয়ারে। ভোটের সমীকরণে এর কতটা প্রভাব পড়ে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ওয়াকিবহাল মহল বলছে, এ যেন অনেকটা ‘খেলা ঘোরানোর খেলা’। মমতাকে এভাবে বাংলার মানুষ দেখতে অভ্যস্ত নন। একাংশের মত, এ দৃশ্য কিছুটা হৃদয় বিদারকই বটে! সর্বক্ষণ ছুটে বেড়ানো একজন ‘দাপুটে মেয়ের’ এমন আটকে পড়ায় আবেগপ্রবণ অনেকেই। তার প্রভাব পড়তে পারে ভোটবাক্সে। যদিও কেউ কেউ মনে করছেন, মানুষ এখন অনেক বেশি বাস্তব চিন্তাধারায় বিশ্বাসী। আবেগ নয়, ভোট মাপা হবে কাজের নিক্তিতেই।