Purulia: লটারির টিকিট কাটেন? বড় ‘খেলা’ চলছে, সতর্ক থাকুন

Fake lottery ticket: সিআইডি সূত্রে খবর, এই জাল টিকিটের চক্র পুরুলিয়া জেলাজুড়েই রয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে, কোথা থেকে এই জাল টিকিট কিনে আনছিলেন তাঁরা। ধৃত বাবা-ছেলেকে জেরা করেই চক্রের মাথাদের ধরার চেষ্টা করে হবে বলে সিআইডি জানিয়েছে।

Purulia: লটারির টিকিট কাটেন? বড় খেলা চলছে, সতর্ক থাকুন
ফাইল ফোটোImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 10, 2025 | 8:59 AM

পুরুলিয়া: ভাগ্য ফেরাতে অনেকেই লটারির টিকিট কাটেন। পুরস্কার জিতলেন কি না, সেই অপেক্ষায় থাকেন। কিন্তু, আপনি যে লটারির টিকিট কেটেছেন, সেটা আসল কি না, কখনও যাচাই করে দেখেছেন? কারণ, বাজারে জাল লটারির টিকিটও বিক্রি হয়। তেমনই একটি জাল লটারির টিকিট বিক্রির কাউন্টারের হদিশ পেল সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে ওই লটারি কাউন্টারে হানা দিয়ে ২ জনকে গ্রেফতার করল তারা। ঘটনাটি পুরুলিয়ার জয়পুর থানা এলাকার।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, জয়পুর থানার চকবাজারের বাসিন্দা মন্টু মুদি এলাকার আটাকল মোড়ে কাউন্টারে লটারির টিকিট বিক্রি করেন। সেখানে তিনি জাল লটারির টিকিট বিক্রি করেন বলে গোপন সূত্রে খবর পায় সিআইডি। তারপরই সোমবার সেই টিকিট কাউন্টারে হানা দেন রাজ্যের গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তল্লাশি চালিয়ে বেশ কিছু জাল টিকিট উদ্ধার করেন তাঁরা। তারপরই মন্টু মুদি ও তাঁর ছেলে রাকেশ মুদিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার ধৃত ২ জনকে জেলা আদালতে তোলা হয়। বিচারক তাঁদের ৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। সিআইডি সূত্রে খবর, এই জাল টিকিটের চক্র জেলাজুড়েই রয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে, কোথা থেকে এই জাল টিকিট কিনে আনছিলেন তাঁরা। ধৃত বাবা-ছেলেকে জেরা করেই চক্রের মাথাদের ধরার চেষ্টা করে হবে বলে সিআইডি জানিয়েছে।

২ জনকে গ্রেফতার করেছে সিআইডি

এর আগেও বিভিন্ন সময় জাল লটারির টিকিট বিক্রির অভিযোগ সামনে এসেছে। অনেকে বলছেন, লটারির টিকিটে কোনও পুরস্কার না পেলেও বিক্রেতাদের সন্দেহ করার জায়গা থাকে না। ফলে জাল টিকিট কেটে পুরস্কার না পেলেও সন্দেহ করেন না ক্রেতারা। তারই সুযোগ নেয় এই সব জাল টিকিট চক্র। এইসব চক্রকে ধরতে অভিযান চলছে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে।