পুরুলিয়া: দলের কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক সিপিএম নেতা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ার বন্দোয়ানে। তবে ঘটনার পরই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় সামনে আসছে পুরনো শত্রুতার কথা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানে ঘাঘরজুড়ি মোড়ের কাছে। কুচিয়ায় দলের একটি বৈঠক সেরে মাকপালী গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন বান্দোয়ান এরিয়া কমিটির সদস্য কৃষ্ণপদ টুডু। তিনি যুব জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। বেশ কিছুদিন ধরেই তিনি আতঙ্কে ভুগছিলেন বলে সিপিএম সূত্রের খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন হঠাৎ বাইকে করে এসে তিন দুষ্কৃতী ওই সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তাঁর বাঁ হাতে দুটো এবং ডান দিকে একটি গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতীকে। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। ধৃতদের একজনের নাম শম্ভুনাথ হেমব্রম। তিনি জানিয়েছেন, পুরনো শত্রুতার জেরেই দুই সঙ্গীকে নিয়ে তিনি আক্রমণ করেছেন ওই সিপিএম নেতাকে। তাঁর দাবি, ওই সিপিএম নেতা পুলিশের চাকরি দেওয়ার জন্য ৫০ হাজার টাকা নিয়েছিলেন।
জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ ধরা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে উঠে আসছে টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ের জেরেই গুলি করা হয়েছে।
জেলা সিপিএম সম্পাদক প্রদীপ রায় বলেন, ‘এদিনই ওই এলাকায় তৃণমূলের সুরক্ষা কবচ ছিল। কেমন সুরক্ষা এর থেকেই প্রমাণ পাওয়া যায়।’ জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখা যাচ্ছে এটি ব্যক্তিগত শত্রুতার বিষয়।’