
বলরামপুর: বলরামপুরের প্রতিবেশী যুবকের বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে খুনের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়ার বলরামপুর থানার হাড়াত গ্রামে। গ্রামেরই হাঁড়িরাম সিং সর্দার ও তাঁর স্ত্রী বিন্দেশ্বরী সিং সর্দারকে তাঁদেরই বাড়ির সামনে নৃশংস ভাবে লাঠিপেটা করার অভিযোগ ওঠে এলাকার যুবক ঘটক সিং সর্দারের বিরুদ্ধে। লাগাতার লাঠির ঘা খেয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই দম্পতি। তারপরই এলাকা ছেড়ে চম্পট দেয় ওই যুবক। পরে গ্রেফতার।
ঘটনার সময় বাড়িতে ছিলেন না হাঁড়িরাম সিং সর্দারের ছেলে। বাড়ি ফিরে মা-বাবার অবস্থা দেখে হতচকিত হয়ে যান। খবর যায় থানায়। খবর পেয়ে ছুটে আসে বলরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালেই মৃত ঘোষণা করে দেওয়া হয় ৬৩ বছরের বৃদ্ধকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী বিন্দেশ্বরী দেবীকে পুরুলিয়ায় দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষণা করে দেন।
কিন্তু কেন এই ঘটনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক শত্রুতা নাকি পুরনো কোনও বিবাদ তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। কথা বলা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও। মৃতদেরগুলির ময়নাতদন্ত হচ্ছে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। আতঙ্কের আবহেই গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ।