Train Fire: চলন্ত ট্রেন থেকে গলগল করে করে বেরচ্ছে ধোঁয়া, মাঝপথেই নেমে গেলেন যাত্রীরা, আপ ট্রেনে চাঞ্চল্যকর ঘটনা

Train Fire: মাঝপথে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। দ্রুত পিছনের দিকের কামরা খুলে নেওয়া হয়, যাতে বড় কোনও বিপদ না ঘটে।

Train Fire: চলন্ত ট্রেন থেকে গলগল করে করে বেরচ্ছে ধোঁয়া, মাঝপথেই নেমে গেলেন যাত্রীরা, আপ ট্রেনে চাঞ্চল্যকর ঘটনা
ট্রেনে অগ্নিকাণ্ডImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 05, 2025 | 7:27 PM

পুরুলিয়া: ফের ট্রেনে আগুন। আপ লাইনের চলন্ত ট্রেনটি তখন যাত্রী-বোঝাই। আচমকা হু হু করে ধোঁয়া বেরতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে। পুরুলিয়ার ছররা স্টেশনের ওপর দিয়ে যাওয়ার সময় সেকেন্ড ক্লাস জেনারেল কম্পার্টমেন্টে আগুন চোখে পড়ে। বক্সার থেকে টাটার দিকে যাচ্ছিল আপ লাইনের ওই ট্রেন।

১৮১৮৪ আপ চলন্ত ট্রেনে আগুন দেখতে পায় যাত্রীরা। সেকেন্ড ক্লাস জেনারেল কম্পার্টমেন্ট ১৬৮৪৫৯ নম্বর কামরায় আগুন লাগে। কামরার ভিতর থেকে যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছররা স্টেশনের ঢোকার আগেই দাঁড় করিয়ে দেওয়া হয়।

হতাহতের কোনও খবর নেই। দ্রুত ট্রেন দাঁড় করিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের পেছনের কামরা গুলিকে আলাদা করে দেওয়া হয়, যাতে আগুন আর ছড়িয়ে পড়তে না পারে।

পুরো ট্রেন ফাঁকা করে দেওয়া হয়। রেল পুলিশ সহ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কী কারণে আগুন, তা পরিষ্কার করে না জানা গেলেও মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। যাত্রীরা জানান, আগুন দেখতে পেয়ে তাঁরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন।

চলতি বছরের শুরুর দিকে ট্রেনে অগ্নিকাণ্ডের গুজবের জেরে ভয়াবহ ঘটনা ঘটে। পুষ্পক এক্সপ্রেসে ধোঁয়া দেখতে পেয়েই মাঝপথে লাফ দেন যাত্রীরা। মহারাষ্ট্রের জলগাঁওয়ের কাছে লাইনে ঝাঁপ দিতে গিয়ে উল্টোদিক থেকে আসা ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ১২ জন যাত্রীর। পরে জানা যায়, পুরোটাই গুজব ছিল।