Jhalda Municipality: নবান্নে ডাক না পেলেও মমতার নির্দেশ নিয়ে তৎপর ঝালদা পুরসভা

তপন হালদার | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 04, 2024 | 7:55 PM

Jhalda Municipality: ঝালদা পুরসভার কোনও স্থায়ী বাসস্ট্যান্ড নেই। রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকে বাস। রাস্তার ওপরে থাকা দোকানদাররা নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য বিভিন্ন জিনিসপত্র ফুটপাতে রাখায় প্রতিনিয়ত ঝালদা শহরে যানজট লেগেই থাকে। ফুটপাত হারিয়ে যাওয়ায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়।

Jhalda Municipality: নবান্নে ডাক না পেলেও মমতার নির্দেশ নিয়ে তৎপর ঝালদা পুরসভা

Follow Us

ঝালদা: নবান্নের সভাঘরে ডাক না পেলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঝালদায়। ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হল ঝালদা পুরসভা। এর আগেও বেশ কয়েকবার প্রসাশনকে নিয়ে পুরসভা অবৈধ দখলদারদের উচ্ছেদের চেষ্টা করেছে, তবে ব্যর্থ হয়েছে। এবার উচ্ছেদ করতে ঝালদা পুরসভার উপ পুরপ্রধান শহরে বেআইনি ভাবে দখল করে থাকা দোকানদারদের সতর্ক করেন। আগামী রবিবারের মধ্যে দখলমুক্ত করার জন্য সময় দেওয়া হয়েছে।

ঝালদা পুরসভার কোনও স্থায়ী বাসস্ট্যান্ড নেই। রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকে বাস। রাস্তার ওপরে থাকা দোকানদাররা নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য বিভিন্ন জিনিসপত্র ফুটপাতে রাখায় প্রতিনিয়ত ঝালদা শহরে যানজট লেগেই থাকে। ফুটপাত হারিয়ে যাওয়ায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। এক শ্রেণির ব্যাবসায়ী আছেন, যাঁরা নিকাশি নালার ওপরেই নিজেদের পসরা সাজিয়ে রেখেছেন। শহরবাসীর দীর্ঘদিনের দাবি স্থায়ী বাস স্ট্যান্ড তৈরি করতে হবে। যদিও কোনও সমাধান হয়নি। এইভাবেই বছরের পর বছর চলে আসছে।

উপ পুরপ্রধান সুদীপ কর্মকার বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশকে সামনে রেখে বেআইনিভাবে দখল মুক্ত করতে একটি কমিটি তৈরি করা হয়েছে। আজ সতর্ক করে দেওয়া হল, নিজেরাই দখল করে থাকা জায়গা খালি করার জন্য। এরপর নোটিস দেওয়া হবে। তারপরেই উচ্ছেদ করা হবে। স্থানীয় দোকানদারের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই জায়গায় ব্যবসা করছে তারা। বিকল্প ব্যবস্থা করা না হলে না খেয়ে মরতে হবে বলে দাবি করে তারা।

বিজেপি শহর সভাপতি বিজয় ভগত চান ঝালদা শহর যানজট মুক্ত হোক। তিনি বলেন, পুরসভা ঠিকমতো না দেখায় রাস্তা দখল করে ব্যবসা চলছে। আমরা চাইব রাস্তা দখল মুক্ত হোক।

Next Article