Kurmi Protest: ‘আমরা রেল অবরোধ সফল করবই’, হুঁশিয়ারি কুড়মি নেতার

Kurmi Protest: মূলত জঙ্গলমহলে কুড়মি সম্প্রদায়ের আধিক্য। আদিবাসী কুড়মি সমাজের মুখ অজিত প্রসাদ মাহাতো জানিয়ে দিয়েছেন, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ জঙ্গলমহলের চার জেলাতেই বুধবারের আন্দোলনের প্রভাব পড়বে।

Kurmi Protest: 'আমরা রেল অবরোধ সফল করবই', হুঁশিয়ারি কুড়মি নেতার
রেল রোকোর ডাক কুড়মিদের (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 6:09 AM

পুরুলিয়া: নতুন করে কুড়মি সমাজের রেল রোকো অভিযান। বুধবার ভোর থেকে পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর রেল স্টেশনে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দিয়েছে তারা। এর আগেও দু’বার এই ধরনের অবরোধ হওয়ায় এবার আগে থেকেই শঙ্কার মেঘ দেখা যাচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যেই চিঠি দিয়ে এই অবরোধ না করার অনুরোধ জানানো হয়েছে। আদ্রার ডিআরএম সুমিত নারুলা বলছেন, এটা বেআইনি। তৎপর জেলা পুলিশও। শুরু হয়েছে রুট মার্চ। তবে কুড়মিরাও নিজেদের দাবিতে অনড়।

মূলত জঙ্গলমহলে কুড়মি সম্প্রদায়ের আধিক্য। আদিবাসী কুড়মি সমাজের মুখ অজিত প্রসাদ মাহাতো জানিয়ে দিয়েছেন, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ জঙ্গলমহলের চার জেলাতেই বুধবারের আন্দোলনের প্রভাব পড়বে। এরইমধ্যে আদিবাসী কুড়মি সমাজের প্যান্ডেল পুলিশ খুলে দিতে বলেছে বলে অভিযোগ উঠেছে।

অজিত প্রসাদ মাহাতো বলেন, “আমাদের একটাই কথা ২০ সেপ্টেম্বর আমরা রেল অবরোধ সফল করবই। সকলকে বলা হয়েছে, পুলিশ যতই বাধা দেওয়ার চেষ্টা করুক চার জেলাতেই রেল অবরোধ হবে। ঝাড়খণ্ড, ওড়িশাতেও হবে। আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, আমরা একটা স্বতন্ত্র্য জাতি নিজের সত্তার জন্য লড়াই করছি। আমাদের রেল আটকাতে হবে কেন? এটা তো উচিত নয়। সরকার এটার জন্য সম্পূর্ণ দায়ী। তিনমাস আগেই আমরা কেন্দ্র-রাজ্যকে এক যোগে জানিয়েছি। কেউ এগিয়ে এলো না। একটা বৈঠক পর্যন্ত করল না কেউ।”

অন্যদিকে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আদিবাসী কুড়মি সমাজের কাছ থেকে এই কর্মসূচি সংক্রান্ত চিঠি পেয়েছি। তাদের জানিয়েও দিয়েছি, এভাবে রেল অবরোধ, রাস্তা অবরোধ বেআইনি। মানুষের যাতে ভোগান্তি না হয় সেটা আমরা দেখব।”