Lighting: ম্যাচে তখন টান টান উত্তেজনা! আচমকাই বজ্রাঘাত, ঝলসে গেলেন যুবক…ক্রিকেটের মেগা ম্যাচ চলাকালীন ভয়ঙ্কর ঘটনা

তপন হালদার | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 23, 2025 | 6:29 PM

Lighting: রবিবার সকাল ১১টায় গ্রামেরই মাঠে ক্রিকেট খেলা চলছিল। সেই সময় বজ্রাঘাত! গ্যালারিতে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন। অনেকের শরীরের একাংশ ঝলসে যায়।

Lighting: ম্যাচে তখন টান টান উত্তেজনা! আচমকাই বজ্রাঘাত, ঝলসে গেলেন যুবক...ক্রিকেটের মেগা ম্যাচ চলাকালীন ভয়ঙ্কর ঘটনা
পুরুলিয়ায় মর্মান্তিক ঘটনা!
Image Credit source: TV9 Bangla

Follow Us

পুরুলিয়া: ম্যাচ চলছিল। টানটান উত্তেজনা। আকাশ কাল করে এসেছিল। কিন্তু সেদিকে নজর ছিল না কারোর। আচমকাই বজ্রাঘাত। ক্রিকেট ম্যাচ চলাকালীন বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার হুড়ার বিষপুরিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মিলন পতিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  রবিবার সকাল ১১টায় গ্রামেরই মাঠে ক্রিকেট খেলা চলছিল। সেই সময় বজ্রাঘাত! গ্যালারিতে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন। অনেকের শরীরের একাংশ ঝলসে যায়।

ম্যাচ বন্ধ হয়ে যায়। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ কেন্দ্রে।  মিলনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাঁর শরীরের অধিকাংশ ঝলসে যায়। দ্রুত  তাঁকে উন্নতর চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি খেলা দেখতে গিয়েছিলাম। গ্রামের খেলা তো, সকলেই হট্টগোল করছিলেন। আকাশ কখন কালো হয়ে গিয়েছে, ওত কেউ  ভ্রুক্ষেপ করেনি। এমন একটা ঘটনা ঘটে গেল, কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেনি।”