Manasa Puja: মনসা পুজোর পর দুই ভাই ফুল ভাসাতে গিয়েছিলেন জলে, মুহূর্তে এমন দৃশ্য দেখে হাড়হিম হয়ে গেল দাদার

Purulia: মনসা পূজার দিন ফুল ভাসাতে গিয়ে প্রাণ হারালেন পুরুলিয়ার তেলকল পাড়ার এক যুবক। মৃতের নাম পূরণ মাহাতো ওরফে আস্তিক বয়স ২৬। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে পূরণ তাঁর দাদার সঙ্গে স্থানীয় একটি পুকুরে মনসা পুজোর ফুল ভাসাতে যান।

Manasa Puja: মনসা পুজোর পর দুই ভাই ফুল ভাসাতে গিয়েছিলেন জলে, মুহূর্তে এমন দৃশ্য দেখে হাড়হিম হয়ে গেল দাদার
মনসা পুজোর দিনই বড় ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 18, 2025 | 3:01 PM

পুরুলিয়া: রবিবার ছিল মনসা পুজো। অনেকেই নিজের-নিজের বাড়িতে ধূমধামের সঙ্গে এই পুজো করে থাকেন। তেমনই বাড়িতে পুজো করছিলেন পুরুলিয়ার বাসিন্দা পূরণ মাহাতো। পুজোর পর গিয়েছিলেন এলাকার পুকুরে ফুল ভাসাতে। আর তখনই পূরণের দাদা যা দেখলেন হাড়হিম হয়ে গেল। ভাইকে দেখলেন জলেই ছটফট করতে। আর পরক্ষণেই শেষ হয়ে গেল সব।

মনসা পূজার দিন ফুল ভাসাতে গিয়ে প্রাণ হারালেন পুরুলিয়ার তেলকল পাড়ার এক যুবক। মৃতের নাম পূরণ মাহাতো ওরফে আস্তিক বয়স ২৬। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে পূরণ তাঁর দাদার সঙ্গে স্থানীয় একটি পুকুরে মনসা পুজোর ফুল ভাসাতে যান। ফুল ভাসিয়ে দাদা ফিরে আসলেও আস্তিক জানান, “তুই যা, আমি আসছি।” এরপর থেকে আর তাকে দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণ পর পূরণকে জলে ছটফট করতে দেখেন। তার বাড়িতে খবর দেন। পরিবারের সদস্যরা ছুটে এসে উদ্ধার করে দ্রুত পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আস্তিকের এক আত্মীয় জানিয়েছেন, সাঁতার জানলেও তার মৃগীর সমস্যা ছিল। সম্ভবত সেই কারণেই জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতুয়াড়া ক্যাম্পাসে।

মৃতের আত্মীয় সর্বেশ মাহাতো বলেন, “পুজোর পর পুকুরে গিয়েছিলেন ফুল ভাসাতে। শুনলাম তখনই ডুবে গিয়েছেন।”