HS: মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ, HS-এর আগে সেই ছাত্রই ‘হাওয়া’

HS student missing: ওই পরিক্ষার্থীর নাম সম্পদ টুডু। তাঁর বাড়ি বান্দোয়ান থানার কেঁন্দা পাড়া গ্রামে। প্রায় এক বছর ধরে পুরুলিয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের রামবাঁধ পাড়ায় একটি ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন এই ছাত্র।

HS: মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ, HS-এর আগে সেই ছাত্রই হাওয়া
ছাত্র উধাওImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 02, 2025 | 7:40 PM

পুরুলিয়া: সোমবার থেকে শুরু উচ্চ-মাধ্যমিক। তার আগে পরিবারে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পরীক্ষার কয়েকদিন আগে থেকে নিখোঁজ এক পরীক্ষার্থী। থানায় অভিযোগ দায়ের পরিবারের।

ওই পরিক্ষার্থীর নাম সম্পদ টুডু। তাঁর বাড়ি বান্দোয়ান থানার কেঁন্দা পাড়া গ্রামে। প্রায় এক বছর ধরে পুরুলিয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের রামবাঁধ পাড়ায় একটি ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন এই ছাত্র। তাঁদের আসল বাড়ি কেন্দা পাড়ায়।

জানা গিয়েছে, সম্পদ মাধ্যমিকে ৬২০ নম্বর পেয়ে প্রথম বিভাগে পাশ করে। তারপর বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছিল সে। পরিবার সূত্রে খবর, গত ২৪ তারিখ মা আরতি টুডু নিজের বাড়িতে যান। বুধবার ছাত্রটিও নিজের বাড়ি কেন্দা পাড়ায় যায়। বৃহস্পতিবার সেখান থেকে ফিরেও আসে ভাড়া বাড়িতে। কিন্তু খানিক পর থেক আর তাকে আর পাওয়া যায়নি। ফোন করলে দেখা যায় বাড়িতেই ফোনটি রয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোজ পায়নি পরিবার। আজ পুরুলিয়া সদর থানায় আদিবাসী সংগঠনের লোকজন নিয়ে নিখোঁজ হওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদর তোলা রাজেশ্বর টুডু বলেন, “এটা দুঃখজনক ঘটনা। সম্পদ খুবই মেধাবী ছাত্র। শুক্রবার বিকেল থেকে ওর খোঁজ মিলছে না। ও আর ও মা ভাড়া বাড়িতে থাকত। ও যাতে সুষ্ঠভাবে ফিরে আসে সেইটাই চাইব।”