Purulia: ৪ তলা থেকে সটান ঝাঁপ, হঠাৎ আত্মহত্যা ছাত্রের

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় প্রীতম। এই এলাকায় টিউশন পড়ত ছাত্রটি। পরিচিত জায়গা হওয়ায় এলাকার এই বহুতলে ঢুকে যায় সে। এরপর সোজা চারতলার ছাদের ওপরে চলে যায়। সেখান থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।

Purulia: ৪ তলা থেকে সটান ঝাঁপ, হঠাৎ আত্মহত্যা ছাত্রের
পুরুলিয়ায় আত্মহত্যাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 15, 2026 | 3:37 PM

পুরুলিয়া: বহুতল ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে ছাত্রের আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ২৩নম্বর ওয়ার্ডের আমডিহা এলাকায়। মৃত ছাত্রের নাম প্রীতম সরকার (১৭)। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের কেতিকা এলাকায়। জানা গিয়েছে, পুরুলিয়া জেলা স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় প্রীতম। এই এলাকায় টিউশন পড়ত ছাত্রটি। পরিচিত জায়গা হওয়ায় এলাকার এই বহুতলে ঢুকে যায় সে। এরপর সোজা চারতলার ছাদের ওপরে চলে যায়। সেখান থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।

স্থানীয়দের সাহায্যে পুলিশ তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মেধাবী এই ছাত্র কেন এভাবে নিজের জীবন শেষ করে দিলো তা কেউ মেনে নিতে পারছেন না। মৃত ছাত্রের বাবা একজন শিক্ষক। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। ফ্ল্যাটের নিরাপত্তা কর্মী মঙ্গল দাস বলেন, “একটা আওয়াজ পেয়েছিলাম। সেই আওয়াজ পাওয়ার পর আমি ছুটে যাই। দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ছেলেটি। প্রচুর রক্ত বেরিয়েছে।”