Prasanna Roy: এককালের রং মিস্ত্রির হাত ধরে ১০০ কোটির লেনদেন, চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ স্ত্রী-শ্যালিকাকেও, সেই প্রসন্নর শ্বশুরবাড়িতে ইডি

ED Raid in Prasanna Roy's in Law House: এর আগে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে প্রসন্ন রায়ের নাম। তিনি আসলে চাকরিপ্রার্থী ও প্রশাসনিক কর্তাদের মাঝে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতেন। তদন্তে নেমে প্রসন্নর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মেলে।

Prasanna Roy: এককালের রং মিস্ত্রির হাত ধরে ১০০ কোটির লেনদেন, চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ স্ত্রী-শ্যালিকাকেও, সেই প্রসন্নর শ্বশুরবাড়িতে ইডি
প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে ইডি তল্লাশিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 25, 2025 | 11:46 AM

পুরুলিয়া: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের পুরুলিয়ার শ্বশুরবাড়িতে ইডি তল্লাশি। স্ত্রী ও দুই শ্যালিকাকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রাথমিকে চাকরি বিক্রির মিডলম্যান হিসাবে আগেই তাঁর নাম উঠে এসেছে। ইডি সূত্রে খবর, প্রসন্নর হাত ধরে ১০০ কোটি টাকার চাকরি বিক্রির অভিযোগ রয়েছে।

প্রসন্নর শ্বশুরবাড়ির প্রতিবেশী বললেন, “আমরা তো সকালে দেখলাম তিনটি গাড়ি এসে দাঁড়াল। তারপর বেশ কয়েকজন নামলেন, দেখেই মনে হচ্ছিল কোনও আধিকারিক হবেন। কয়েকজন পুলিশকর্মীও ছিল। বাড়ির ভিতর ঢোকে, তল্লাশি চলছে। যে লোকের বাড়ি তল্লাশি চলছে, তিনি তো এলাকায় ভদ্রলোক বলেই পরিচিত। শুনলাম, তাঁর কোনও ব্যাপার নয়, তাঁরা জামাইয়ের কোনও মামলা সংক্রান্ত তল্লাশি চলছে।”

উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে প্রসন্ন রায়ের নাম। তিনি আসলে চাকরিপ্রার্থী ও প্রশাসনিক কর্তাদের মাঝে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতেন। তদন্তে নেমে প্রসন্নর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মেলে। ইডি সূত্রে খবর, দুর্নীতির টাকাতেই এই সম্পত্তি প্রসন্নর। শুধু নিউ টাউন নয়, রাজ্যের আরও এক প্রান্তে প্রসন্নের সম্পত্তির সূত্রে তল্লাশি চালাচ্ছে তারা। প্রসন্নের বিভিন্ন সংস্থায় ২৬ কোটি এক লক্ষ ৮৯ হাজার ৬৭২ টাকার খোঁজ পেয়েছিল ইডি। পাশাপাশি স্ত্রী ও অনান্য ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে প্রায় ২৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও পায়। সেই সবই হিসাব বহির্ভূত।

ইডি সূত্রে খবর, প্রসন্ন রায় মূলত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। এককালে রংমিস্ত্রি হিসাবে নিজের জীবন শুরু করেছিলেন প্রসন্ন। সেই প্রসন্নরই সম্পত্তির বহর দেখে চোখ কপালে ওঠে তদন্তকারীদের।