Pujoy Pulse 2025: হুইল ঘুরিয়ে পুরস্কার পেতে ভিড়, ট্যাবলো ঘিরে উন্মাদনা পুরুলিয়ায়

Pujoy Pulse 2025: রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন।

Pujoy Pulse 2025: হুইল ঘুরিয়ে পুরস্কার পেতে ভিড়, ট্যাবলো ঘিরে উন্মাদনা পুরুলিয়ায়
পুজোয় পালসের ট্যাবলো ঘিরে উন্মাদনা পুরুলিয়ায়Image Credit source: TV9 Bangla

Sep 26, 2025 | 2:48 PM

পুরুলিয়া: পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে উদ্দীপনায় কোনও খামতি নেই। দ্বিতীয়া-তৃতীয়া থেকেই বিভিন্ন প্যান্ডেলে ভিড় দেখা যাচ্ছে। আর পুজো শুরুর আগে রাজ্যের কোণায় কোণায় পুজোর আমেজ এনে দিতে টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডি যে উদ্যোগ নিয়েছে, তার যাত্রা এখনও অব্যাহত। পুজোয় পালসের ট্যাবলো এবার পৌঁছে গেল পুরুলিয়ায়। আর সেখানে ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ল। পালস গোলমোলের স্বাদে মজলেন সবাই।

ঢাকের বাদ্যিতে পুজোর গন্ধ। পথচলতি মানুষজন তা শুনে ট্যাবলোর সামনে থমকে দাঁড়ালেন। ঢাকের বাদ্যি উপভোগ করলেন। সঙ্গে পালস গোলমোলের স্বাদে মজলেন। তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল খেয়ে একজন বলেন, “খুবই ভাল খেতে।” আর একজন বলেন, “আমার মেয়ে খেতে খুব ভালবাসে। তাই নিয়ে যাচ্ছি।” ট্যাবলোর সামনে ভিড় করলেন কিশোর-কিশোরীরা। পালস গোলমোল খেয়ে মুখে হাসি ফুটল তাদের। টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে একজন বললেন, “প্রোগ্রমাটা খুব ভাল। আনন্দদায়ক।”

এবার পুজোয় পালসের ট্যাবলোতে রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। ফলে হুইল ঘুরিয়ে পুরস্কার পেতে তার সামনে ভিড় করলেন উৎসাহী জনতা। যিনি পুরস্কার জিতছেন, তার মুখে হাসি ফুটে উঠছে।

গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। আর পালস গোলমোল খেয়ে যে সবাই উচ্ছ্বসিত, তা তাঁদের কথা শুনেই স্পষ্ট বোঝা যাচ্ছে।