Purulia: বাড়ির সিলিং ফ্যানে ঝুলছে পুরুলিয়ার সাব ইন্সপেক্টরের দেহ, চাঞ্চল্য এলাকায়

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 09, 2023 | 1:00 PM

Purulia: শনিবার সকালে নির্দিষ্ট সময়ে না ওঠায় তাঁর স্ত্রী তাঁকে ডাকতে গিয়েছিলেন। তিনি ঘরের দরজা ভেঙে দেখেন, বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল পুলিশ আধিকারিকের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরুলিয়া মফফস্বল থানার পুলিশ

Purulia: বাড়ির সিলিং ফ্যানে ঝুলছে পুরুলিয়ার সাব ইন্সপেক্টরের দেহ, চাঞ্চল্য এলাকায়
পুরুলিয়া পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

 পুরুলিয়া: পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা। চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া মফফ্স্বল থানার ছড়রা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাণী মুখোপাধ্যায় (৫৯)। শনিবার ভোরে কামারপাড়া এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় ওই পুলিশ আধিকারিকের দেহ। তিনি ছড়রা ইলেভেন এসিপি ব্যাটেলিয়ন হেডকোয়ার্টাসে কর্মরত ছিলেন। কর্মসূত্রে বেশ কয়েক বছর তিনি ইলেভেন ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারে থাকার সুবাদে ছড়রা গ্রামে স্ত্রীকে নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে নির্দিষ্ট সময়ে না ওঠায় তাঁর স্ত্রী তাঁকে ডাকতে গিয়েছিলেন। তিনি ঘরের দরজা ভেঙে দেখেন, বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল পুলিশ আধিকারিকের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরুলিয়া মফফস্বল থানার পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বাণীর বাড়ি পুরুলিয়ার পঞ্চা থানা লাখরা গ্রামে। সাম্প্রতিককালে পরিবার ছাড়া অন্য কারোর সঙ্গেই বিশেষভাবে মেলামেশা করতেন না তিনি। পুলিশের প্রাথমিক অনুমান,  মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছেন এই পুলিশ আধিকারিক। তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article