
পুরুলিয়া: প্রাতঃভ্রমণে বেরিয়ে অপহরণ হলেন একজন কয়লা ব্যবসায়ী। ঘটনা পুরুলিয়ার ঝালদা থানার ব্রজপুর গ্রামের। অপহৃত ব্যবসায়ীর নাম লোকেশ গড়াই। অন্যান্য দিনের মতো গতকাল সকালে বাড়ি থেকে ভোর ৫টায় গ্রামের এক বন্ধুর সঙ্গে প্রাতঃভ্ৰমণে বের হন। গ্রামের অদূরে সাধুডেড়ার কাছে আসতেই কালো রঙের চার চাকা গাড়ি এসে দাঁড়ায়। হিন্দিতে জিজ্ঞাসা করে ‘পুরুলিয়া কিধার হ্য?’
তারপরেই গাড়ি থেকে ৪জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় নেমেই মুখে গামছা বেঁধে লোকেশকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সঙ্গে থাকা বন্ধু ভৃগুরাম বাউরিকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পালিয়ে গিয়ে গোটা ঘটনাটি লোকেশর বাড়িতে জানায়। গতকাল বিকেলে লোকেশের স্ত্রী ঝালদা থানায় অভিযোগ জানান। পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, লোকেশ গড়াই ঝাড়খণ্ডের ব্যাবসায়ীর সঙ্গে কয়লা ব্যবসা করেন। তাদের সঙ্গেই কোনও ব্যবসা সংক্রান্ত ঝামেলার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যবসায়ীর ফোন পরিবারের লোকজন যোগাযোগ করলে সেই ফোন থেকেই পরিবারকে মুখ খুললে খুনের হুমকি দেওয়া হয়। পরিবারের লোকজন ভয়ে মুখ খুলতে নারাজ। পুলিশ সূত্রে খবর, অপহরণের মামলা রুজু করে পাশের রাজ্য ঝাড়খণ্ডের একাধিক থানা এলাকায় অপহৃত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছাড়িয়েছে। যেহেতু এই এলাকা ঝাড়খণ্ড ঘেঁষা, পুলিশের কাছে আবেদন এলাকায় পুলিশের টহল বাড়ানোর আবেদন জানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।